Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

২১ শে'র মঞ্চে দাঁড়িয়ে আবেগে ভাসলেন অখিলেশ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৫ পিএম

২১ শে'র  মঞ্চে দাঁড়িয়ে আবেগে ভাসলেন অখিলেশ
মঞ্চে অখিলেশ যাদব ( ছবি-খালিদুর রহিম)

পুবের কলম, ওয়েবডেস্ক:    ২১ শে জুলাই জন সমাবেশ দেখে আবেগে ভাসলেন সমাজবাদি পার্টির প্রধান অখিলেশ যাদব। এদিন মঞ্চ থেকে দাঁড়িয়ে অখিলেশ বলেন, দিদি আজ এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, তাঁর জন্য দিদিকে অনেক ধন্যবাদ। অখিলেশ আবেগ তাড়িত হয়ে বলেন, জীবন উৎসর্গ করার মতো কর্মী সব দলে থাকে না। এখানে কর্মীদের দেখেই বোঝা যাচ্ছে নেত্রীর জন্য দলের কর্মীদের ভালোবাসা শ্রদ্ধা ঠিক কতটা।  এটাই একজন নেত্রীর সঙ্গে কর্মীর সম্পর্ক। নেতারা নন, কর্মীরাই রাজনৈতিক দলের সম্পদ। দিদির দলে জীবন উৎসর্গ করার মতো কর্মী আছেন। কারণ যেকোনও রাজনৈতিক দলের কর্মীরাই দলের সম্পদ। ভাঙা পা নিয়েও দলের জন্য লড়াই করেছেন দিদি। দিদি যখন পায়ে প্লাস্টার  নিয়ে প্রচার করছিলেন তখনই বলেছিলাম দিদি জিতবে। কেন্দ্রকে তীব্র আক্রমণ করে অখিলেশ বলেন,  দিল্লি সরকার অল্প দিনের অতিথি। দিল্লি সরকার থাকবে না, পড়বে। সম্প্রীতিকে বাঁচিয়ে রাখতে সবাইকে একজোট হতে হবে।  ভীতুরাই  ষড়যন্ত্র করে।  এই সরকার খুব তাড়াতাড়ি পড়ে যাবে।

অখিলেশ বলেন, দিল্লির প্ররোচনায় সাম্প্রদায়িক ষড়যন্ত্র হচ্ছে।  জনতা জাগলে মিথ্যা প্রচার নষ্ট হয়ে যাবে।