Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

Breaking: ২১ শে জুলাই... মঞ্চে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৩ এএম

Breaking:   ২১ শে জুলাই... মঞ্চে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় ( ছবি- খালিদুর রহিম)

 পুবের কলম, ওয়েবডেস্ক:  ২১ শে জুলাই মঞ্চে বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

১- আজ গুরু পূর্ণিমার দিকে সকলে শ্রদ্ধা-প্রণাম

২-আমরা স্বৈরতন্ত্র শাসনে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি জনগণের গর্জনে

৩) তৃণমূলের সকল সৈনিকদের আমার প্রণাম

৪)  বিজেপিকে বাংলা থেকে সাফ করে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বাংলার জনতা 

৫) ২০২৪ নির্বাচন ঐতিহাসিক

৬) আজ বাংলার মানুষ বিজেপিকে হারিয়ে উচিত শিক্ষা দিয়েছে

৭) ১০০ দিনের কাজের টাকা আটকে  রেখেছে,  আবাস যোজনার টাকা রেখেছে, গরীব মানুষের ভাত মেরেছে

৮) বিজেপির এজেন্সি আছে, তৃণমূলের মানুষ আছে

৯) যাঁরা আমাকে নির্বাচন করছে, তাদের প্রণাম

১০) তৃণমূলের সঙ্গে লড়তে না পেরে বাং লার মানুষে সঙ্গে বঞ্চনা বিজেপির

১১) তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করেছে বিজেপি 

১২)  বিজেপিকে টাইট দিয়েছে বাংলার মানুষ

১৩) আমি যা বলি সেই কথা  রাখি

১৪) বিজেপি বলেছিল ৪০০ পার,  বিজেপির অশ্বমেধ ঘোড়া আটকেছে মমতা-অখিলেশ

১৫) গত দেড় মাস রাজনৈতিক পর্যালোচনায় ব্যস্ত ছিলাম, আগামী তিন মাসে এর ফল দেখতে পাবেন

১৬)  সন্দেশখালিকে হাতিয়ার করে বাংলাকে অপমান করেছে বিজেপি

১৭) ৩১ শে ডিসেম্বের আগে আবাস যোজনায় যাদের নাম রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা দেবে তৃণমূল

১৮)  আবাস যোজনার মাথার  টাকা বন্ধ করে গরীব মানুষের মাথার ছাদ কেড়েছে বিজেপি

১৯)  এখন থেকে ২০২৬ -এর লড়াই শুরু করতে হবে

২০) যারা বলেছিল বিজেপিকে সাফ করে দেবে, তারা  নিজেরাই আজ সাফ হয়ে গেছে

২১) পুরসভা-পঞ্চায়েত ভোটে  দল এবার কাজ দেখে টিকিট দেবে

২২)  এসএসসি কেলেঙ্কারির জন্য পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে,   নিট কেলেঙ্কারির জন্য কেন ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার কেন করা হবে না?

২৩) তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, আমরা স্বৈরাতান্ত্রী শাসনের কাছে মাথা নত করব না

২৪)  আমি মনে করি তৃণমূলের কর্মীরাই, তৃণমূলের শক্তি

২৫ ) যারা নতুন এসেছে তাদের তৃণমূলের লড়াইকে বুঝতে হবে, জানতে হবে নেত্রীর লড়াইয়ের কথা,  হবে শহিদ দিবসের ইতিহাস জানতে হবে

২৬) দেশের তৃতীয় বৃহত্তম দল তৃণমূল

২৭) তৃণমূলের সবাইকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে, সংযত হতে হবে

২৮) মাতাল, দুর্নীতিগ্রস্ত, চিটিংবাজরা বিজেপিতে

২৯)  যারা বলেছিল তৃণমূলকে প্রাক্তন করবে, তারা নিজেরাই আজ হাওয়া হয়ে গেছে