Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

২১ শে জুলাই... উন্মাদনায় আবেগে ভাসছে কলকাতা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৮ এএম

২১ শে জুলাই... উন্মাদনায় আবেগে ভাসছে কলকাতা
২১ শে জুলাই আবেগের নাম---- ( ছবি-খালিদুর রহিম/ সন্দীপ সাহা)

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  লোকসভা, বিধানসভা নির্বাচনে বিরাট জয়ের পর আজ আরও একটি ২১ শে জুলাই। দূর-দূরান্ত থেকে কলকাতায় আজ জনপ্লাবন। আবেগে ভাসছে কলকাতা। আজ শহিদ তর্পণ একটি ঐতিহাসিক দিক। আজ শহিদের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপনের দিন। প্রতি বছরই এই দিনটিকে শ্রদ্ধা, ভালোবাসা, একরাশ আবেগ দিয়ে উদযাপন করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সেই আবেগকে শ্রদ্ধা জানিয়ে দলে দলে সমর্থকেরা আজ ধর্মতলামুখী।

সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে যে বিপুল জনাদেশ এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে তা আজ শহিদ তর্পনের কর্মসূচির মাধ্যমে মানুষের উদ্দেশে উৎসর্গ করা হবে। আজকের এই মঞ্চ থেকেই আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে লড়াইয়ের বার্তাও দেবেন তৃণমূল নেত্রী। ঘোষণা করবেন দলের পরবর্তী কর্মসূচি। রাজনৈতিক দিক থেকেও এবারের একুশে জুলাইয়ের গুরুত্ব অবশ্যই তাৎপর্যপূর্ণ। দলীয় সূত্রের খবর, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে মূল ফোকাস থাকবে দলীয় সংগঠন-শৃঙ্খলার উপর। শৃঙ্খলারক্ষায় নেত্রী কড়া বার্তা দিতে প্রস্তুত।