Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

দিল্লির ৬৯১ টি জেলা আদালতে এবার মিলবে এআই সুবিধা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০১ এএম

দিল্লির ৬৯১ টি জেলা আদালতে এবার মিলবে এআই সুবিধা

 

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  দিল্লির তিস হাজারি আদালত থেকে শুরু করে, সেখানকার ৬৯১ টি জেলা আদালতে এবার থেকে মিলবে এআই সুবিধা। এবার থেকে আদালতের কার্যক্রম এবং প্রমাণ নথিভুক্ত করতে এআই ব্যবহার করা হবে। শুক্রবার দিল্লির তিস হাজারি কোর্ট থেকে কাজ শুরু করে দিল এআই।  কৃত্রিম বুদ্ধিমত্তাকে বিচারের কাছে সংযুক্ত করল দিল্লি আদালতগুলি। এটিই দেশের প্রথম ‘পাইলট হাইব্রিড কোর্ট’।

‘স্পিচ টু টেক্সট সুবিধা’র মাধ্যমে এআই এখন ডিক্টেশনকে টেক্সট-এ রূপান্তরিত করবে। ফলে সাক্ষ্য রেকর্ড করার সময় বিচারকদের জন্য বাড়তি সুবিধা করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। একদিকে, এটি সময় বাঁচাবে, অন্যদিকে, এটি বিচারক এবং আদালতের কর্মীদের বিশেষ করে স্টেনোগ্রাফারদের কাজের ক্ষমতা বাড়াবে।