Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

শহিদ দিবস: কর্মী-সমর্থকদের স্বাস্থ্য সুরক্ষায় পাঁচশোর বেশি চিকিৎসক-স্বাস্থ্যকর্মী


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৮ এএম

শহিদ দিবস: কর্মী-সমর্থকদের স্বাস্থ্য সুরক্ষায় পাঁচশোর বেশি চিকিৎসক-স্বাস্থ্যকর্মী
ফাইল চিত্র


 


পুবের কলম প্রতিবেদক:  প্রস্তুতি সম্পন্ন। মাত্র আর কিছু সময়ের অপেক্ষা। তুলির শেষ টান দেওয়ার কাজ চলছে এখন। ইতিমধ্যেই দূর-দূরান্ত থেকে দলের বহু কর্মী, সমর্থক চলে এসেছেন কলকাতায়। একুশে জুলাই শহিদ দিবসের কর্মসূচিতে বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী, সমর্থকও রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে।  

তবে কলকাতায় এসে দলের এই কর্মী সমর্থকদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তা হলে তাঁর চিকিৎসার জন্য ব্যবস্থাও রাখা হয়েছে। বিভিন্ন স্বাস্থ্য শিবির মিলিয়ে পাঁচশোর বেশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন শহিদ দিবসের কর্মসূচিতে আগতদের স্বাস্থ্য সুরক্ষার জন্য।
একুশে জুলাই কলকাতার ধর্মতলায় দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ট্রেনে চেপে অসংখ্য কর্মী, সমর্থক এসে পৌঁছন শিয়ালদহ, হাওড়া এবং কলকাতা স্টেশনে। দূর-দূরান্ত থেকে যারা এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আসেন, স্বাভাবিকভাবেই তাঁরা আগেই এসে পৌঁছন কলকাতায়। ফলে তাঁদের থাকা এবং খাবারের ব্যবস্থা করা হয় দলের তরফে। বিভিন্ন স্টেডিয়ামে তাঁদেরকে রাখা হয়।

ফলে শহিদ দিবসের কর্মসূচিতে আগতদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয় এই সব স্থানের পাশাপাশি ওই সব রেলওয়ে স্টেশনে। আর, একুশে জুলাই কর্মসূচি পালনের স্থান ধর্মতলায়ও থাকে দলের তরফে স্বাস্থ্য শিবির। এই বিষয়ে জানতে চাওয়া হলে তৃণমূল কংগ্রেসের নেতা ডাক্তার শান্তনু সেন বলেন, ‘এই বছর এই স্বাস্থ্য শিবিরগুলিতে সব মিলিয়ে পাঁচশোরও বেশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন।’

অসুস্থদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অন্য বিভিন্ন ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এমনিতেই কোনও ভিভিআইপির সফর যখন থাকে, স্বাভাবিক নিয়মে তখন রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে প্রস্তুত থাকে মেডিক্যাল টিম।

অন্য প্রয়োজনীয় ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, একুশে জুলাইয়ের অনুষ্ঠানে আগতদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তা হলে তাঁর চিকিৎসার জন্য কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতাল প্রস্তুত রয়েছে।