Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

রাজ্য হজ কমিটির চেয়ারম্যান পদে ফের খলিলুর


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩১ এএম

রাজ্য হজ কমিটির চেয়ারম্যান পদে ফের খলিলুর


 

পুবের কলম প্রতিবেদক: পশ্চিমবঙ্গের রাজ্য হজ কমিটি চেয়ারম্যান পদে ফের পুনর্বহাল হলেন জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমান। শনিবার নবান্ন থেকে রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে।

সাংসদ খলিলুর রহমান এই প্রসঙ্গে জানান, তৃণমূল সুপ্রিমো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ যে আবার আমাকে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান পদে ফিরিয়ে আনা হয়েছে। আমি চেষ্টা করব এই পদের মর্যাদা রাখার। মুখ্যমন্ত্রী যে আমার প্রতি আস্থা রেখেছেন তা পূরণের জন্য সমস্ত রকম চেষ্টা করব।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের হজ যাত্রীদের যে কোটা রয়েছে তা দীর্ঘদিন ধরেই পূরণ হয় না। আমি চেষ্টা করব সেই কোটা পূরণের জন্য যদিও তিনি স্বীকার করে নেন এবছর পশ্চিমবাংলা থেকে হাজির সংখ্যা খুব কমই ছিল। আগামী বছর যাতে এই হজযাত্রীর সংখ্যা বাড়ে তার জন্য সারা বছরই কাজ করবেন। প্রতিটি জেলায় কর্মসূচীর নেওয়ার কথা তিনি ঘোষণা করেন। খুব শীঘ্রই রাজ্য হজ কমিটির বৈঠকে এই ঘোষণা দেওয়া হবে।

রাজ্য হজ কমিটির সদস্যদের যাতে নিজ নিজ হজযাত্রী বাড়াতে পারেন এবং জেলায় গিয়ে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন হজ যাত্রীর সংখ্যা বাড়ানো যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, হজযাত্রীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে রাজ্য হজ কমিটি এবং রাজ্য সরকার বরাবরই সক্রিয়।  আগামীতেও সেই ধারা অব্যাহত থাকবে বলে খলিলুর রহমান জানান।