Bipasha Chakraborty প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৮ পিএম
পুবের কলম প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে রক্তাক্ত হাসিনা সরকারের দেশ। ইউক্রেনে আচমকা যুদ্ধের কারণে পড়ুয়ারা দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন, এবার সেই তালিকায় নাম লেখালো বাংলাদেশ। পড়াশোনা মাঝপথে থামিয়ে দেশে ফিরছে পড়ুয়ারা। পুলিশ-পড়ুয়া সংঘর্ষে উত্তেজনা বাড়ছে বাংলাদেশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা নামানো হয়েছে। চলছে কারফিউ। এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সরকারি সূত্রে মৃতের সংখ্যা ১১৫। তবে বেসরকারি মতে মৃতের সংখ্যা প্রায় ৩০০। বাংলাদেশের উত্তেজনার আঁচ পড়েছে ভারতীয় সীমান্তে। আটকে রয়েছে বহু মেডিকেলের ছাত্র-ছাত্রী ও পর্যটকরা। প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দূতাবাস বাংলাদেশে থাকা ভারতীয়দের ঘরের বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন।
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্ত। ভিসার মেয়াদ শেষ হতেই দলে দলে ছাত্রছাত্রী ও ভারতীয় পর্যটকরা দেশে ফিরছেন সেই ছবি দেখা গেল ঘোজাডাঙ্গা সীমান্তে। নতুন করে একরাশ হতাশা, আতঙ্কের ছাপ চোখে মুখে।
মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্র দীপ্রদীপ মল্লিক জানান, মেডিকেলের বহু ভারতীয় ছাত্র আটকে রয়েছে তারা আসতে পারছে না। বিমান পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে ভারতীয় পর্যটক অরিত্রনারায়ণ দাস ও রিতা দাস জানান, পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে, রাস্তাঘাটে দেখা নেই কোন যানবাহনের, শুনশান বন্ধের চেহারা নিয়েছে। শুধু রাস্তার উপরে সেনা টহল দিচ্ছে। পাশাপাশি বহু বাংলাদেশী সাংবাদিক সে দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার ফলে বৈধ নথিপত্র দেখিয়ে এদেশে আশ্রয় নিয়েছে এমনকি তারাও দুশ্চিন্তায় রয়েছে পরিবার নিয়ে। অন্যদিকে থমকে বাণিজ্য। ঘোজাডাঙ্গা সীমান্তে প্রায় ৪০০-৪৫০ পণ্যবাহী ট্রাক কাঁচামাল নিয়ে আটকে। সমগ্র বাংলাদেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় ঘোজডাঙ্গা সীমান্তে দাঁড়িয়ে হাজার হাজার পণ্যবাহী ট্রাক। যার ফলে ক্ষতির মুখে প্রচুর জরুরি পণ্য সহ কাঁচামাল যেমন টমেটো, কাঁচালঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এবং বিভিন্ন ফল। সময় যত যাচ্ছে ক্ষতির আশঙ্কা ততই বাড়ছে। কোটি কোটি টাকার কাঁচামাল পচন ধরতে শুরু করেছে।