Sat, September 28, 2024

ই-পেপার দেখুন
logo

বাংলাদেশে কোটা আন্দোলনের আঁচ ভারতীয় সীমান্তে, মাঝপথে পড়া থামিয়ে ফিরছেন পড়ুয়ারা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০১ এএম

বাংলাদেশে কোটা আন্দোলনের আঁচ ভারতীয় সীমান্তে, মাঝপথে পড়া থামিয়ে ফিরছেন পড়ুয়ারা

 

পুবের কলম, ওয়েবডেস্ক: ইউক্রেনের পরে এবার বাংলাদেশ। কোটা সংস্কারের দাবি রক্তাক্ত বাংলাদেশ দেশ। সরকারি সূত্রে মৃতের সংখ্যা ১১৫। তবে বেসরকারি মতে মৃতের সংখ্যা প্রায় ৩০০।  

বাংলাদেশের উত্তেজনার আঁচ পড়েছে ভারতীয় সীমান্তে। পড়াশোনা মাঝ পথে থামিয়ে ভারতে ফিরছেন ছাত্ররা। আটকে রয়েছে বহু  মেডিকেলের ছাত্র-ছাত্রী ও পর্যটকরা। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্ত। গত এক সপ্তাহ ধরে কোটা আন্দোলনের তোলপাড় হয়েছে গোটা বাংলাদেশ। এরপর একাধিক মৃত্যু হয়েছে কখনও পুলিশের আবার কখনো ছাত্রছাত্রীদের।

 

বাধ্য হয়েই সেনা ও সীমান্ত সুরক্ষা বাহিনীকে নামানো হয়েছে। শুরু হয়েছে নতুন করে জরুরি অবস্থা আর তার মধ্যেই আতঙ্কে ভারতীয় ছাত্র থেকেও পর্যটকরা। ভিসার মেয়াদ শেষ হতেই দলে দলে ছাত্রছাত্রী ও ভারতীয় পর্যটকরা দেশে ফিরছেন সেই ছবি দেখা গেল ঘোজাডাঙ্গা সীমান্তে। নতুন করে একরাশ হতাশা, আতঙ্কের ছাপ চোখে মুখে। পড়ুয়ারা দ্রুত দেশে ফিরছে বলে খবর। যানবাহন ও ইন্টারনেট পরিষেবা স্তব্ধ হয়ে গেছে।

মেডিকেলের চতুর্থ বর্ষের ছাত্র দীপ্রদীপ মল্লিক জানানমেডিকেলের বহু ভারতীয় ছাত্র আটকে রয়েছে তারা আসতে পারছে না। বিমান পরিষেবা ব্যাহত হয়ে পড়েছে ভারতীয় পর্যটক অরিত্রনারায়ণ দাস ও রিতা দাস জানান, পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে, রাস্তাঘাটে দেখা নেই কোন যানবাহন, শুনশান বন্ধের চেহারা নিয়েছে। শুধু রাস্তার উপরে সেনা টহল দিচ্ছে। পাশাপাশি বহু বাংলাদেশী সাংবাদিক সে দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার ফলে বৈধ নথিপত্র দেখিয়ে এদেশে আশ্রয় নিয়েছে এমনকি তারাও দুশ্চিন্তায় রয়েছে পরিবার নিয়ে।