Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

কম্বোডিয়া: চাকরির টোপে সাইবার জালিয়াতি করতে জোর, দেশে ফেরার আর্জি ১৪ ভারতীয়


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:৪০ এএম

কম্বোডিয়া: চাকরির টোপে সাইবার জালিয়াতি করতে জোর, দেশে ফেরার আর্জি ১৪ ভারতীয়

নয়াদিল্লি, ২০ জুলাই: চাকরির টোপ দিয়ে ১৪ জন ভারতীয় কম্বোডিয়া নিয়ে গিয়েছিল এক সংস্থা। ভিন দেশে নিয়ে গিয়ে তাদের পাচার চক্রের মাধ্যমে সাইবার জালিয়াতির কাজে বাধ্য করা হয়। এই পরিস্থিতিতে দেশের ফেরার আর্জি জানালেন ভিন দেশে আটকে পড়া ভারতীয়রা। ইতিমধ্যে তারা ভারতীয় দূতাবাসের কাছে দেশের ফেরার আবেদন জানিয়েছেন। কম্বোডিয়ার স্থানীয় পুলিশ এই ১৪ জন ভারতীয় শ্রমিককে উদ্ধার করেছে। তারা উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। বর্তমানে তারা একটি এনজিওর অধীনে রয়েছে।

সাম্প্রতিককালে কম্বোডিয়া গিয়ে অনেক ভারতীয় আটকে পড়ে। তাদের মোটা অঙ্কের বেতন দেওয়া টোপ দিয়ে বিদেশ নিয়ে গিয়ে নানা অবৈধ কাজ করানো হত বলে অভিযোগ। এর আগে কম্বোডিয়ায় আটকে পড়া পাঁচ হাজারের বেশি ভারতীয়কে অবৈধ সাইবার চক্র চালাতে বাধ্য করা হয়। চলতি বছরের শুরুর দিকে ভারত জানিয়েছিল, "প্রায় ২৫০ জন ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।" ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছিল, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু তাদেরকে বেআইনি অনলাইন অবৈধ কাজে করতে বাধ্য করা হয়। কম্বোডিয়ার সিম রিপে পৌঁছানোর পর ভারতীয়দের পাসপোর্ট কেড়ে নেওয়া হতো। তারপর তাদেরকে 'সাইবার স্ক্যামিং' কল সেন্টারে কাজ করতে বাধ্য করা হতো।

ভারতীয়দের ভিন দেশে নিয়ে গিয়ে অবৈধ কর্মকাণ্ডে বাধ্য করার বিষয়টি নজরে আসে পুলিশের। গত বছরের শেষের দিকে এক সিনিয়র কেন্দ্রীয় সরকারী আধিকারিক দাবি করেন, তিনি ৬৭ লক্ষেরও বেশি প্রতারণা তথ্য পেয়েছেন এবং অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর ওড়িশার রাউরকেলা পুলিশ একটি সাইবার ক্রাইম সিন্ডিকেটের পর্দাফাঁস করে। কম্বোডিয়ায় ভারতীয়দের অবৈধ কাজে লিপ্ত করার অভিযোগে ৮ জনকে গ্রেফতারও করে পুলিশ।

এদিকে চলতি বছরের গোড়ার দিকে ভারতীয় দূতাবাস চাকরির জন্য কম্বোডিয়া ভ্রমণকারীদের জন্য একটি পরামর্শও জারি করে। বিদেশমন্ত্রকের অনুমোদিত এজেন্টের মাধ্যমেই ভারতীয় নাগরিকদের কাজে যাওয়ার কথা বলা হয়। ভারতীয় দূতাবাস জানা, এই চক্রের জাল কল-সেন্টার স্ক্যাম এবং ক্রিপ্টো-কারেন্সি জালিয়াতির সাথে জড়িত সন্দেহজনক সংস্থাগুলির 'ডিজিটাল সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভস' বা 'কাস্টমার সাপোর্ট সার্ভিস'-এর মতো পোস্টগুলির জন্য লোক নিয়োগ করে।