Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বাংলাদেশে সহিংসতামুক্ত শান্তি কামনায় উদগ্রীব বিশ্বভারতীর বিদেশী পড়ুয়ারা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৯ এএম

বাংলাদেশে সহিংসতামুক্ত শান্তি কামনায় উদগ্রীব বিশ্বভারতীর বিদেশী পড়ুয়ারা

 

 

দেবশ্রী মজুমদার, শান্তিনিকেতন : সংরক্ষণ বিরোধী  ছাত্র আন্দোলন চলাকালীন  সহিংসতায় নিজের দেশের পরিস্থিতি নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বাংলাদেশী পড়ুয়ারা। কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত  "আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্যসুন্দর" এবং বাংলাদেশী গীতিকার আবু জাফরের "এই পদ্মা, এই মেঘনা,

এই যমুনা সুরমা নদী তটে। " সঙ্গীত ভবনের বাংলাদেশী পড়ুয়াদের। সঙ্গীতের পাশাপাশি,   হাতে মোমবাতি, প্লাকার্ড নিয়ে দেশের প্রতি সহমর্মিতা প্রকাশ করলো বাংলাদেশী পড়ুয়ারা।  রংপুরের সঞ্জিতা পারভীন, কথা ঘোষরা বলেন, আমাদের ভাই-বোন বেঁচে আছে কিনা আমরা জানি না। দু'দিন আগে পর্যন্ত খবর পাচ্ছিলাম। আমাদের  একটি বোন মারা গেছে। বাড়ির সবাই কেমন আছে, কিচ্ছু জানি না। দেশে থাকলে তাদের পাশে থাকতে পারতাম। দেশের ভাই বন্ধুরা না চাইলে আমরা এখানে আসতে পারতাম না। আমরা জানতে চাই, তারা কেমন আছে। আমরা চাই, তাদের জীবন সুন্দর হোক। 

ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে এই মুহূর্তে চরম অস্থিরতা। বহু ছাত্রর প্রাণ চলে গেছে রাজপথে। ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। রাস্তায়  কার্ফু জারি। রাজপথে নেমেছে সেনা। এই উদ্ভূত পরিস্থিতিতে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বিশ্বভারতীতে পাঠরত বাংলাদেশী পড়ুয়ারা।

পরিবার থেকে বন্ধু কারো সাথে যোগাযোগ হচ্ছে না ঠিক ভাবে। অন্য দিকে দেশের এই পরিস্থিতি মেনে নিতে পারছে না। তাদের দেশের সরকারের আর্জি  এই অগ্নিগর্ভ পরিস্থিতি থেমে যাক। এমনকী বাংলাদেশের এক ছাত্রী ভারত দেশকে পাশে থাকার জন্য আর্জি জানায়। ভারত প্রতিবেশী বন্ধু দেশ দীর্ঘদিন পাশে থেকেছে এই মহুর্তেও পাশে থাকার আর্জি তাদের।।