Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

মেট্রোতে আহত বৃদ্ধ যাত্রী, 'ফার্স্ট এড ব্যবস্থা নেই কেনো? প্রশ্ন তুললেন যাত্রীর পরিবার


Bipasha Chakraborty   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫৭ পিএম

মেট্রোতে আহত বৃদ্ধ যাত্রী, 'ফার্স্ট এড ব্যবস্থা নেই কেনো?  প্রশ্ন তুললেন যাত্রীর পরিবার

 

 

 আইভি আদক, হাওড়া:  কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুললেন উত্তর হাওড়ার বাসিন্দা জনৈক যাত্রীর পরিবার। অভিযোগ, গতকাল শুক্রবার ধর্মতলা মেট্রো স্টেশনে চলমান সিঁড়ির হাতলে হাতের আঙুল কেটে যায় এক বয়স্ক যাত্রীর। রক্তাক্ত অবস্থায় মেডিক্যাল সাহায্য না পাওয়ার অভিযোগ তোলেন বছর আশির শ্যামপ্রসাদ ঘোষ।

শ্যামপ্রসাদ বাবুর পরিবার সূত্রের খবর, এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য শুক্রবার তাঁরা হাওড়া ময়দান থেকে মেট্রো করে ধর্মতলায় যান। ধর্মতলায় পৌঁছে ঘটে ওই দুর্ঘটনা। অভিযোগ, পরিবারের লোককেই বাইরে থেকে বরফ এনে চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দেয় কর্তৃপক্ষ। প্রাথমিক আপদকালীন চিকিৎসার জন্য কেন ব্যবস্থা থাকবে না এই নিয়ে প্রশ্ন তুলেছেন ওই যাত্রী। যদিও এই নিয়ে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।