Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

মুম্বাইয়ে ধসে পড়ল বহুতল, নিহত এক মহিলা, ধ্বংসস্তূপের নীচে আটকে ৪


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৫৫ পিএম

মুম্বাইয়ে ধসে পড়ল বহুতল, নিহত এক মহিলা, ধ্বংসস্তূপের নীচে আটকে ৪

মুম্বাই, ২০ জুলাই: গুজরাট ও ঝাড়খণ্ডের পর মুম্বাইয়ে একটি বহুতল ধসে পড়ল। মুম্বাইয়ের গ্রান্ট রোডে ওই বহুতলের সামনের অংশ ধসে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপের নিচে আরও চারজন আটকে আছেন বলে জানিয়েছে প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে রুবিনিসা মঞ্জিলের চারতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার অংশ ও বারান্দার অংশ ধসে পড়ে। ধসের সময় ভবনটিতে ৩৫-৪০ জন মানুষ ছিলেন। তাদের সবাইকে নিরাপদে বের করে আনা হয়েছে।

বহুতল ধসে পড়ার এক ভিডিয়োতে দেখা গিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া এক ব্যক্তিকে উদ্ধারের জন্য স্থানীয়রা ধ্বংসস্তূপ সরাচ্ছেন। ভবনের সামনের একটি অংশ এখনো ঝুলে আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও অ্যাম্বুলেন্স সহ দমকলের ইঞ্জিনগুলি। গত দু'তিন দিন ধরে মুম্বাই ও আশেপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে এই দুর্ঘটনা বলে অনুমান করছে পুলিশ।