Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

শহিদদের 'হাজার সেলাম', ২১ শে জুলাই নিয়ে আবেগঘন ট্যুইট মমতার


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৬ এএম

শহিদদের 'হাজার সেলাম', ২১ শে জুলাই নিয়ে আবেগঘন ট্যুইট মমতার

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  হাতে আর মাত্র কয়েকঘণ্টা, তারপরেই তৃণমূলের বহু প্রতীক্ষিত কর্মসূচি ২১ শে জুলাই। যার প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু অপেক্ষা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে কি বার্তা দেয়। একুশের প্রাক্কালে আবেগঘন পোস্ট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ও ইংরেজিতে ট্যুইট করে তিনি বার্তা দিয়েছেন শহিদদের হাজার সেলাম। ট্যুইটে তৃণমূল সুপ্রিমো লেখেন, আগামীকাল আবার একুশ। ২১শে জুলাই বাংলার ইতিহাসে এক রক্তঝরা দিন। অত্যাচারী সিপিএমের নির্দেশে সেদিন চলে গিয়েছিল ১৩টি প্রাণ। হারিয়েছিলাম আমার ১৩জন সহযোদ্ধাকে। তাই ২১শে জুলাই আমার কাছে, আমাদের কাছে একটা আবেগ। ২১শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অঙ্গ। প্রতিবছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায় ভালোবাসায় আমরা বীর শহিদদের তর্পণ করি। শুধু তারাই নন, দেশ ও দশের আন্দোলন করতে গিয়ে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের সবাইকে এই দিনে আমরা স্মরণ করি। সেই সঙ্গেই আমরা এই দিনটিকে 'মা-মাটি মানুষ দিবস' হিসেবে পালন করি। নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশে শ্রদ্ধা করি। সেই জন্য এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ'। মমতার আরও সংযোজন, ধর্মতলায় এবারে শহিদ স্মরণ তথা মা-মাটি মানুষ দিবস অনুষ্ঠানে বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানাই। সকলের উপস্থিতিতে এবারের সমাবেশে অন্যান্যবারের মতো সাফল্যমণ্ডিত হবে, এই বিশ্বাস রাখি আমি। শহিদদের উদ্দেশে মমতা লিখেছেন, ২১শে জুলাই অশ্রু সজল রক্তে লেখা নাম, শহিদ স্মরণে রইলো মোদের হাজার হাজার সেলাম'।