Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আচমকা পদত্যাগ ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনির


আবুল খায়ের   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:১৮ পিএম

আচমকা পদত্যাগ ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনির

পুবের কলম, ওয়েব ডেস্কঃ মেয়াদ শেষ হওয়ার আগেই আচমকা পদত্যাগ করলেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মনোজ সোনি। ব্যক্তিগত কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। তবে তাঁর পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি বলে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং সূত্রের খবর।

ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকরের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে যখন কাঁটাছেড়া চলছে সেই পরিস্থিতিতে ইউপিএসসি চেয়ারম্যানের এই পদত্যাগ ঘিরে উঠছে প্রশ্ন।
ট্রেনি এই আইএএস অফিসার সিভিল সার্ভিসে প্রবেশের জন্য পরিচয়পত্র জাল করেছিলেন বলে অভিযোগ। 

মনোজ সোনি প্রায় এক মাস আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন বলে সংবাদ সূত্রে খবর। তবে পদত্যাগপত্র গৃহীত হবে কি না এবং কবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন তা এখনও স্পষ্ট নয়। ২০১৭ সালে ইউপিএসসি'র সদস্য হিসাবে কাজ শুরু করেছিলেন মনোজ সোনি। ১৬ মে, ২০২৩-এ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

দ্য হিন্দু প্রতিবেদনে প্রকাশিত তথ্য থেকে জানা যাচ্ছে, মনোজ সোনি গুজরাতের স্বামীনারায়ণ সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত একটি মিশনে নিজেকে নিয়োজিত করতে চাইছেন। ২০২০-তেই তিনি দীক্ষা নিয়েছিলেন। সেই সময়ই তিনি ওই মিশনের একজন সন্ন্যাসী হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও রয়েছে সোনির, এমনটাই সূত্র মারফত জানা যায়। এর আগে ২০০৫ বদোদরায় এমএস ইউনিভার্সিটির সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন। জুন ২০১৭ সালে ইউপিএসসি-তে যোগদানের আগে, তিনি দুটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন।