Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

রাজগ্রামে মালগাড়ির ধাক্কায় ছিটকে গেল গাড়ি, প্রাণে রক্ষা চালকের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৪৯ পিএম

রাজগ্রামে মালগাড়ির ধাক্কায় ছিটকে গেল গাড়ি, প্রাণে রক্ষা চালকের

দেবশ্রী মজুমদার, রামপুরহাট: খড়দহের ঘটনার পুনরাবৃত্তি হল বীরভূমের রাজগ্রামে। রেল লাইন পারাপার করতে গিয়ে মালগাড়ির ধাক্কা ছিটকে পড়ল চারচাকায গাড়ি। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চারচাকার চালক ও মালিক। বৃহস্পতিবার রাতে বীরভূমের রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে যাতায়াতের রেললাইন পারাপার করছিল একটি চারচাকা গাড়ি।

মুর্শিদাবাদের উমরপুর থেকে গাড়িটি পাকুড় যাচ্ছিল। রেল লাইন পারাপার করার সময় ওই লাইনে চলে আসে একটি মালগাড়ি। ট্রেন আসতে দেখে রেললাইনে পাশেই গাড়ি ছেড়ে গাড়ি থেকে নেমে পড়েন চারচাকার চালক ও মালিক। তারপরেই মালগাড়ির ধাক্কায় চারচাকা গাড়ি ছিটকে যায়। দুমড়ে মুচড়ে যায় চারচাকা গাড়িটির ডান দিক। রাজগ্রাম রেল স্টেশন থেকে রাজগ্রাম পাথর শিল্পাঞ্চলে যাতায়াতের জন্য একটি রেলপথ রয়েছে। ওই রেলপথে কোন যাত্রীবাহী ট্রেন চলাচল করে না। শুধুমাত্র পাথর শিল্পাঞ্চলে মালগাড়ি যাতায়াত করে।

সেই রেলপথে কোথাও কোনো রেলগেট নেই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলপুলিশ। তারা চারচাকা গাড়িটিকে আটক করেছে। গাড়ির মালিক আনন্দ রাজ বলেন, “আমরা গাড়ির শব্দ বুঝতে পারিনি। যখন লাইনে গাড়ি তুলেছি সে সময় মালগাড়ি দেখতে পায়। ভেবে ছিলাম পেরিয়ে যাব। কিন্তু না পেরে গাড়ি ছেড়ে পালিয়ে প্রাণ বাঁচায়”।