Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

কাঁওর যাত্রা : যোগীর নির্দেশে 'সঙ্গম শাকাহারী' হল 'সেলিম শাকাহারী'


Shamima Ahasana   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৩ পিএম

কাঁওর যাত্রা : যোগীর নির্দেশে 'সঙ্গম শাকাহারী' হল 'সেলিম শাকাহারী'

 

 

 

 

 

পুবের কলম ওয়েব ডেস্ক: মুজফফরনগরে দিল্লি–দেহরাদুন হাইওয়েতে ২৫ বছর ধরে চলছে সঙ্গম শুদ্ধ শাকাহারী ভোজনালয় নামে একটি হোটেল। হোটেলের মালিকের নাম সেলিম। কিন্তু নিরামিষ খাবার বিক্রি করেন বলে এতদিন তার দোকানে সব ধর্মের মানুষই খাবর খেতে আসতেন। যোগীর নির্দেশে এবার ওই দোকানের নাম পাল্টে দিয়ে লেখানো হল সেলিম শুদ্ধ শাকাহারী ভোজনালয়। এই পরিবর্তনের কথা খাদ্য সুরক্ষা বিভাগকে জানানো হয়েছে। সেলিম জানিয়েছেন, নাম ও ধর্ম পরিচয় প্রকাশে কোনও আপত্তি নেই তার । কিন্তু, বেশ কয়েকটা কিন্তু রয়ে যাচ্ছে।

আগামী ২২ জুন কাঁওর যাত্রা উপলক্ষে দোকানের নাম, দোকানদারের ঠিকুজি–কুষ্ঠি সাইনবোর্ডে লেখার নির্দেশ দিয়েছে যোগী সরকার। কিন্তু অনেকেই বলছেন, এসবের উদ্দেশ্য কাঁওর যাত্রা নয়। কাঁওর যাত্রার মুখোশ ব্যবহার করে, গোটা উত্তরপ্রদেশে মুসলিম ব্যবসায়ীদের বয়কট করতে চাইছে যোগীর বিজেপি সরকার। আর সবটা চোখ মেলে দেখছে দেশবাসী।