Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

গাজার ৯ স্কুল, ১ মসজিদে  বিমান হামলা ইসরাইলের


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৩ এএম

গাজার ৯ স্কুল, ১ মসজিদে   বিমান হামলা ইসরাইলের

গাজা, ১৯ জুলাই: গাজার আরও ৪টি রাষ্ট্রসংঘ পরিচালিত স্কুলে হামলা চালাল ইসরাইল। এ নিয়ে বাস্তুচ্যুতদের অস্থায়ী আশ্রয়শিবির হিসাবে ব্যবহৃত মোট ৯টি স্কুলে বোমা ফেলেছে ইসরাইলি সেনা। সর্বশেষ চালানো হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য গাজার বুরেজি আশ্রশিবিরে আরও পাঁচ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। তার আগে নুসেইরাত উদ্বাস্তু শিবিরে অন্তত ৮ ফিলিস্তিনিকে বিমান হামলা চালিয়ে হত্যা করে ইসরাইলি বাহিনী। এদিকে, মধ্য গাজার নুসেইরাত উদ্বাস্তু শিবিরের পাশে অবস্থিত আবুল্লাহ আজম মসজিদটিকে বিমান হামলা চালিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে ইহুদি বাহিনী। এই হামলায় উদ্বাস্তু শিবিরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর চালানো দুটি ‘গণহত্যায়’ ৮১ জন নিহত এবং আরও ১৯৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। রাষ্ট্রসংঘর  বিভিন্ন স্থাপনা ও বাড়িঘরে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। উল্লেখ্য, গাজায় নিহতের মোট সংখ্যা পৌঁছে গেছে প্রায় ৩৮ হাজার ৮০০ জনে।