Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

জানাজা তলার জায়গা ঘিরে কমিউনিটি হল নির্মাণ, বিতর্ক মুরারই-এর কাহিনগরে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৫৫ এএম

জানাজা তলার জায়গা ঘিরে কমিউনিটি হল নির্মাণ, বিতর্ক মুরারই-এর কাহিনগরে

 

নিজস্ব সংবাদদাতা,মুরারই, : সম্পূর্ণ অবৈধভাবে জানাজা তলার জায়গা কে ঘিরে তৈরি হচ্ছে সরকারি কমিউনিটি হল, এমনকি ওই সরকারি প্রকল্প অন্য একটি প্লটে অনুমোদিত হলেও কার্যত উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রামবাসীদের ভুল বুঝিয়ে জানাজা তলার জায়গাতে নির্মাণ কাজ শুরু করা হয়। আর এর পরেই গ্রামবাসীরা সম্মিলিতভাবে সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে মুরারই ১নং ব্লকের পলশা অঞ্চলের কাহিনগর গ্রামে।

অভিযোগ উঠছে ওই নির্মাণ কাজ হচ্ছে সংশ্লিষ্ট গ্রামেরই এক প্রভাবশালী ব্যক্তির ছেলের তত্ত্বাবধানে।কাজ শুরুর সময় গ্রামবাসীদের বোঝানো হয়েছিল জানাজার নামাজের সময় সাধারণ মানুষের যাতে কোন অসুবিধা না হয় তার জন্য একটি শেড তৈরি করা হবে,যার নীচেটা সম্পূর্ণ ফাঁকা থাকবে, কিন্তু পরে সেই প্রতিশ্রুতি রাখা হয়নি এমনটাই দাবি করছেন গ্রামবাসীরা।

অভিযোগকারী গ্রামবাসীদের আরো দাবি সংশ্লিষ্ট স্থানে যদি কমিউনিটি হলটি তৈরি হচ্ছে  জানাজা তলার প্রায় অর্ধেক জায়গা জুড়ে, আর যার ফলে পরবর্তীতে জানাজার নামাজ পড়তে অসুবিধায় পড়বে গ্রামবাসীরা।

আর এর পরেই গত সোমবার লিখিত অভিযোগ জমা হয় সংশ্লিষ্ট এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক রামপুরহাট মহকুমা শাসক ও জেলাশাসকের দপ্তরে। এদিকে যে ঠিকাদার সংস্থা ওই কাজটি করছে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে জানানো হয় গ্রামবাসীরা যে জায়গা দেখিয়ে দিয়েছে সেখানেই কাজ হচ্ছে। অন্যদিকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের বক্তব্য এটা জেলার কাজ আমি বলতে পারব না, রামপুরহাট মহকুমা শাসকের বক্তব্য অভিযোগ জমা পড়েছে,  খতিয়ে দেখা হবে ও যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।