Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

স্কুল পড়ুয়াদের নিয়ে অরণ্য সপ্তাহ পালন সাগরদিঘীতে


Bipasha Chakraborty   প্রকাশিত:  ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৩ এএম

স্কুল পড়ুয়াদের নিয়ে অরণ্য সপ্তাহ পালন সাগরদিঘীতে

 

রহমতুল্লাহ, সগরদিঘী: চারিদিকে যখন চলছে জঙ্গল সাফ করে নগরায়ন, পরিবেশের ভারসাম্যের কথা পরওয়া না করেই ক্রমশই চলছে গাছ কটার পালা। ঠিক এই সময় সাগরদিঘীর অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে এবং সাগরদিঘী মডেল স্কুল ও অপ্সরা ডান্স গ্রুপের সহযোগিতায় সাগরদিঘীর বুকে পালিত হলো অরণ্য সপ্তাহ। সাগরদিঘী এস.এন উচ্চ বিদ্যালয় ময়দান থেকে পদযাত্রার মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান, পদযাত্রায় অংশগ্রহণ করে সাগরদিঘী ব্লকের বিভিন্ন স্কুলের প্রায় ৫০০ জন ছাত্রছাত্রী সহ অনেকেই। পরিবেশ সম্পর্কে পুরো এলাকাবাসীকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়। এরপর সাগরদিঘী এস.এন.উচ্চ  বিদ্যালয় ময়দানের পাশে বৃক্ষরোপণের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হয় কর্মসূচি।

কর্মসুচিতে উপস্থিত ছিলেন সাগরদিঘী এস.এন.উচ্চ বিদ্যালয়ের ইনচার্জ বিদ্যুৎ কুমার মন্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক তামিজউদ্দিন মল্লিক, সচিন পাল, অরূপ মন্ডল, মজির হোসেন সহ বিভিন্ন সমাজসেবী ব্যক্তিত্ব। বৃক্ষ রোপনের পরে অপ্সরা ডান্স গ্রুপ তথা ট্রাস্টের সদস্য অরুণিতা দাসের সহযোগিতায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।

পরিবেশ সচেতনতা মূলক নাটক ও নাচ,গান আবৃত্তির মাধ্যমে সকল অতিথি ও উপস্থিত সকল মানুষদের নিয়ে পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টেরই অন্যতম সদস্য মির্জা জজবুল। অনুষ্ঠানের শেষে সকল ছাত্র-ছাত্রীসহ পথচলতি প্রায় ৭০০ জনের হাতে ট্রাস্টের পক্ষ থেকে তুলে দেওয়া হয় চারাগাছ।