Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

IAS পূজা খেদকরের বিরুদ্ধে মামলা দায়ের করল UPSC, প্রার্থীপদ বাতিলের পথে কমিশন


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১৮ এএম

IAS পূজা খেদকরের বিরুদ্ধে মামলা দায়ের করল UPSC, প্রার্থীপদ বাতিলের পথে কমিশন

নয়াদিল্লি, ১৯ জুলাই: প্রবেশনারি আইএএস অফিসার পূজা খেদকরের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিতে চলেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)। জাল শংসাপত্র দিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় সুযোগ নেওয়ার অভিযোগে পূজা বিরুদ্ধে মামলা দায়ের করল ইউপিএসসি। শুক্রবার এক প্রেস বিবৃতিতে একথা জানিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন।

নথি জাল করে ২০২২-এর সিভিল সার্ভিস পরীক্ষায় বসেছিলেন পূজা। এবার তার প্রার্থীপদ বাতিলসহ ভবিষ্যতে যাতে পরীক্ষা বসতে না পারেন সেই সুপারিশ করেছে কমিশন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। ইউপিএসসি বিবৃতিতে বলেছে, তদন্তে জানা গিয়েছে, খেদকর জালিয়াতির মাধ্যমে তাঁর নাম, বাবা ও মায়ের নাম, ছবি/স্বাক্ষর, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং ঠিকানা বদলে নিজের পরিচয় জাল করে পরীক্ষা বিধি ভঙ্গ করে সীমা অতিক্রম করার চেষ্টা করেছেন। পাশাপাশি পূজার বাবা-মা'য়ের ক্ষমতার অপব্যবহার ও অপকর্মের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে।


প্রসঙ্গত, সিভিল সার্ভিসে চাকরি পাওয়ার জন্য প্রতিবন্ধী ও ওবিসি সার্টিফিকেটে কারচুপির অভিযোগে ওঠে পূজা খেদকরের বিরুদ্ধে। তীব্র বির্তকের পরই পুনে থেকে ওয়াশিমে বদলি করা হয় ওই শিক্ষানবিস আইএএস-কে। পৃথক অফিস ও অফিসিয়াল গাড়িকে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ প্রকাশ্যে আসার পর আলোচনায় আসেন ৩৪ বছর বয়সী এই আইএএস। গত রবিবার খেদকরের ব্যবহৃত বিলাসবহুল গাড়িতে লাল বাতি লাগানোর অভিযোগে তার গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। এর আগে সংবাদমাধ্যমকে খেদকর বলেছিলেন, তিনি ভুল তথ্য প্রচারের শিকার হয়েছেন। তার দাবি, "ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং আমি প্রচুর মানহানির মুখোমুখি হচ্ছি। আমি সংবাদমাধ্যমকে অনুরোধ করতে চাই, দায়িত্বশীল আচরণ করুন এবং ভুল তথ্য ছড়াবেন না।"