Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

৩ বছর ধরে মাথায় ২২ টা সুচ নিয়ে লড়াই তরুণীর, গ্রেফতার তান্ত্রিক


Shamima Ahasana   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৩৭ এএম

৩ বছর ধরে মাথায় ২২ টা সুচ নিয়ে লড়াই তরুণীর, গ্রেফতার তান্ত্রিক

 

 

 

 

পুবের কলম ওয়েব ডেস্ক: অসুখ লেগেই থাকত তরুণীর। কোনও ওষুধেও কোনও কাজ হত না। তারপর ওই তরুণীর বাবা–মা খোঁজ পান এক তান্ত্রিকের। যে রোগ কেউ সারাতে পারে না, সেই রোগ ও নাকি সারাতে পারেন ওই তান্ত্রিক বাবা। ২০২১ সালে অসুখ সারাতে রেশমা বেহেরাকে তেজরাজ রানা নামে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যায় তরুণীর বাবা। চিকিৎসার জন্যে তাকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়। ওই সময় অজ্ঞান ছিল তরুণী। এরপর কেটেছে ৩ বছর। হঠাৎই মায়ায় তীব্র যন্ত্রণার কথা বলে ১৯ বছরের ওই তরুণী। তার বাবা, মাথায় হাত দিয়ে বুঝতে পারেন, সেখানে সুচ রয়েছে। হাসপাতালে নিয়ে গেলে দেখা যায়, তরুণীর মাথার খুলিতে অনেকগুলি সুচ ফোটানো রয়েছে। ৮ টি সুচ বের করতে পেরেছে চিকিৎসকরা। ওই তরুণীর চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে ওড়িশার বালানগিরে। চিকিৎসকরা জানিয়েছেন, তরুণীর অবস্থা স্থিতিশীল। কিন্তু কিভাবে এতগুলি সুচ মাথায় থাকা সত্বেও এতদিন কোনও ইনফেকশন হল না, সেটা ভাবাচ্ছে চিকিৎসকদের। তান্ত্রিক তেজরাজকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে পুলিশ।