Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

'আতঙ্কের পরিবেশ, গৃহবন্দি পরিবারের লোকেরা' ... 'পুবের কলম'কে দেশের পরিস্থিতির কথা জানালেন প্রবাসী বাংলাদেশিরা


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৭ এএম

'আতঙ্কের পরিবেশ, গৃহবন্দি পরিবারের লোকেরা' ... 'পুবের কলম'কে দেশের পরিস্থিতির কথা জানালেন প্রবাসী বাংলাদেশিরা

পুবের কলম,ওয়েবডেস্ক:  কোটা সংস্কারের দাবিতে অগ্নিগর্ভ বাংলাদেশ। পরিস্থিতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, বরিশাল, রংপুরসহ দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়গুলোতেই চলছে আন্দোলন।  আন্দোলনের জেরে পড়ুয়া, পথচারী, সাংবাদিক-সহ এখনও পর্যন্ত ৩৯ জন 'শহিদ' হয়েছেন। আহত অগণিত।

যদিও পুবের কলম ডিজিটাল'কে দেওয়া সাক্ষাৎকারে 'সাকিব হুসেন' নামে এক প্রবাসী বাংলাদেশি জানিয়েছেন, পুলিশ-পড়ুয়া সংঘর্ষে কাল পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত গণনাতিত। সাকিব হুসেন কর্মসূত্রে মালয়েশিয়া'তে থাকলেও বাড়ি পাবনা, ঈশ্বরদী। পরিবারের সঙ্গে হওয়া শেষ কথা অনুযায়ী, সেখানের অবস্থা খুবই ভয়াবহ।  বাইরে বের হওয়া যাচ্ছে না। শুধু উত্তরা 'তে আজকে পুলিশ-পড়ুয়া সংঘর্ষে ১১ জন পড়ুয়া নিহত হয়েছে। আহত ৫০০ বেশি। 

অন্যদিকে সৈয়দ আহমদ নামে এক প্রবাসী বাংলাদেশি জানিয়েছেন, এই আন্দোলনের জেরে এখনও পর্যন্ত ৭০-এর অধিক পড়ুয়া নিহত হয়েছেন। আহত বহু। পরিবারের সঙ্গে হওয়া শেষ কথা অনুযায়ী, গৃহবন্দী হয়ে রয়েছেন তারা। নির্বিচারে গুলি চালাচ্ছে পুলিশ বাহিনী। পরিস্থিতি খুবই ভয়াবহ। পরিবারের সঙ্গে যোগাযোগ বিছিন্ন। কর্মসূত্রে প্যারিসে থাকলেও সিলেটের বাসিন্দা তিনি।  এদিন সৈয়দ আহমদ পুবের কলম'কে আরও জানান,  দেড় দিন আগে বাড়ির লোকের সঙ্গে কথা হয়েছে। তারপর যোগাযোগ বিছিন্ন। এখন কেমন আছেন তারা, কিছু জানি না। ভয় লাগছে খুব। আল্লাহ্‌র কাছে শুধু দুয়া করছি ওরা যেন ঠিক থাকে। দেশের অবস্থা যেন ভালো হয়ে যায়। স্বমহিমায় ফিরে আসুক আমার 'বাংলাদেশ'।