Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

ছাত্র বিক্ষোভে অগ্নিগর্ভ বাংলাদেশ: গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন ঢাকা টাইমসের সাংবাদিক


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:১৬ এএম

ছাত্র বিক্ষোভে অগ্নিগর্ভ বাংলাদেশ: গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন ঢাকা টাইমসের সাংবাদিক

ঢাকা, ১৯ জুলাই: কোটা বিরোধী আন্দোলনে পড়ুয়াদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল ঢাকাসহ সারা দেশ প্রায় অচল হয়ে পড়ে। রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় গতকাল দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা-গুলি ও সংঘাতের ঘটনা ঘটে। বিক্ষোভ-সংঘর্ষে মৃত্যুমিছিল দেখছে দেশ। কোটা বিরোধী আন্দোলনে এপর্যন্ত ৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ। এবার গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন হাসান মেহেদী নামের এক সাংবাদিক। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেদীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, নিহত সাংবাদিক হাসান মেহেদী ঢাকা টাইমসে কর্মরত ছিলেন। এর আগে তিনি বেসরকারি টেলিভিশন নিউজ২৪-এর সাংবাদিক ছিলেন। ঢাকা টাইমসের সিনিয়র রিপোর্টার সিরাজুম সালেকীন জানান, যাত্রাবাড়ীতে সংঘর্ষের সময় দায়িত্ব পালনকালে হাসান মেহেদী মারা গেছেন। নিহত মেহেদীর ৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি পরিবারসহ যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।