Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

কাশ্মীরের ডোডায় সেনার উপর হামলার ভিডিয়ো প্রকাশ্যে আনল জঙ্গিরা, হয়েছিল মৃতের শিরচ্ছেদের চেষ্টা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৬ এএম

কাশ্মীরের ডোডায় সেনার উপর হামলার ভিডিয়ো প্রকাশ্যে আনল জঙ্গিরা, হয়েছিল মৃতের শিরচ্ছেদের চেষ্টা

 

নয়াদিল্লি, ১৯ জুলাইঃ কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গি হানায় পাঁচ ভারতীয় সেনা জওয়ানের প্রাণহানির বর্বরোচিত হামলার ভিডিয়ো প্রকাশ্যে আনল জঙ্গি সংগঠন 'কাশ্মীর টাইগার্স'। সেই ভিডিয়োতে দেখা গেছে, সেনাদের কাছ থেকে একে ৪৭ কেড়ে নেয় জঙ্গিরা। এমনকি এক মৃত সেনার শিরচ্ছেদ করতে উদ্যত হয়েছিল তারা। তবে সেনা সূত্রে খবর, এই ভিডিয়োর সত্যতা স্বীকার করা হয়নি।

অতীতেও জঙ্গিরা সৈন্যদের উপর অতর্কিত হামলা এবং হামলার ভিডিও প্রকাশ করে, যা তাদের সেল ফোন সহ তাদের বডি ক্যামেরায় তোলা হয়েছে। এর আগেও জেএম জঙ্গি সংগঠন সেনাদের উপর অতর্কিতে হামলা চালায়, আন্তর্জাতিক তদন্ত এড়াতে হামলার দায় স্বীকার করে নেয় তারা। 

উল্লেখ্য, সোমবার রাতে অভিযান চালানোর সময় জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় সেনার উপর অতর্কিতে হামলা চালায়  জঙ্গিরা। নিহত হন একজন সেনা আধিকারিক সহ ৫ জন জওয়ান। এই হামলার দায় স্বীকার করে 'কাশ্মীর টাইগার্স'। 

এই জঙ্গি সংগঠন পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের (জেএম) একটি ফ্রন্ট। জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় যৌথ অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা। সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ডোডা জেলার ডেসা জঙ্গল এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি অভিযান। সেখানেই জঙ্গির গুলিতে মৃত্যু হয়েছে পাঁচ সেনা জওয়ানের। তবে নাগরোটা-ভিত্তিক ১৬ কর্পস প্রাথমিকভাবে বলে, ডোডার ঘটনাটি জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে একটি যৌথ অভিযান ছিল এবং সেখানে একটি এনকাউন্টার চালানো হয়। 

জম্মু অঞ্চলে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে সেনার মৃতের সংখ্যা ৫১-এ পৌঁছেছে, যার মধ্যে রয়েছে ডোডা। চলতি বছরেই ১১ জন সেনা প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ডোডায় ৪ সেনা জওয়ান, ৪ জুলাই কাঠুয়ায় পাঁচজন সেনা, মে মাসের পুঞ্জে একজন আইএএফ কর্মী, জুন মাসে একজন সিআরপিএফ কর্মী।