Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

২২ জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন, ছয়টি নতুন বিল পেশের সম্ভাবনা


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০৩ এএম

২২ জুলাই থেকে সংসদে বাদল অধিবেশন, ছয়টি নতুন বিল পেশের সম্ভাবনা

নয়াদিল্লি, ১৯ জুলাই: ২২ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। সংসদে বাদল অধিবেশন চলবে ২২ জুলাই থেকে ১২ অগাস্ট পর্যন্ত। এবার বাদল অধিবেশনে ছয়টি নতুন বিল পেশ করতে পারে কেন্দ্র বলে সূত্রের খবর। ২৩ জুলাই বাজট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তৃতীয় মোদী সরকারের প্রথম ও অর্থমন্ত্রী হিসেবে নির্মলার সপ্তম বাজেট হবে এটি।

ছয়টি বিল কী কী?
১. অর্থ বিল

২. দুর্যোগ ব্যবস্থাপনা বিল
৩. বয়লার বিল
৪. ভারতীয় বায়ুযান বিধেয়ক বিল
৫. কফি (প্রচার ও উন্নয়ন) বিল
৬. রবার (উন্নতি ও উন্নয়ন) বিল