Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

কলকাতায় বোলপুর ইন্দ্রিয়র নাট্য উৎসব 'অন্তর বাহির'


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:২১ এএম

কলকাতায় বোলপুর ইন্দ্রিয়র নাট্য উৎসব 'অন্তর বাহির'

 

সন্দীপ সাহা:  ১১ ও ১২ জুলাই বোলপুর ইন্দ্রিয়র নাট্য উৎসব 'অন্তর বাহির ' অনুষ্ঠিত হ'ল কলকাতার তৃপ্তি মিত্র সভাগৃহে। উপস্থিত ছিলেন সভাপতি মানিক লাল দে, অভিনেতা অমিত সাহা সহ সদস্যরা। সূচনায় অভিনেতার প্রস্তুতিতে দেশী ও বিদেশী রীতি ব্যবহার প্রসঙ্গে মূল্যায়ন করেন নাট্যজন জয়তী বসু, গৌতম মৃধা, মলয় রক্ষিত, মিশকা হালিম, সজল মন্ডল,রজত দাস, সুস্মিতা সূর। সঞ্চালনায় ছিলেন সায়ন ব্যানার্জি

 

 

দর্শক নন্দিত হয় ইন্দ্রিয়র 'হাংরি' ও 'ইষৎ আলো মৃদু অন্ধকার ' নাটক দুটি,  হিমাদ্রি শেখর দে রচিত ও নির্দেশিত নাটক গুলি সম সময়ের

শেষ দিন ছিল হাওড়া জোনাকির মনোলগস বিশ্বজিত দাসের নির্দেশিত ' মোমেন্ট অব কনফ্লুয়েন্স ' এবং ইন্দ্রিয়র নবতম প্রযোজনা ' মুর্খের স্বর্গ ' হিমাদ্রি শেখরদের একক অভিনয় এই সময়ের একজন নি:সঙ্গ মানুষের জীবন নিয়ে, যার পরিবার অনুজ, সঙ্গীরা সব বিদেশেশুধু এক চাকর আছে দেখভালের জন্য, তাও নিশ্চয়তা নেই, আর মানুষটা স্মৃতি রোমন্থন করে চলেন।

হাংরি নাটকটির ৫২ তম অভিনয় হল এই উৎসবে, দুজনের অভিনীত ঈষৎ আলো মৃদুঅন্ধকার নাটকটি দর্শক নন্দিত হয়, সব মিলে কলকাতায় এক টুকরো বোলপুরের আমেজে শহরবাসি আমোদিত।