Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

মহারাষ্ট্রের গড়চিরোলিতে সি-৬০ কমান্ডো বাহিনীর অভিযান, নিহত ১২ মাওবাদী


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:০০ পিএম

মহারাষ্ট্রের গড়চিরোলিতে সি-৬০ কমান্ডো বাহিনীর অভিযান, নিহত ১২ মাওবাদী

 

মুম্বই, ১৮ জুলাই: এনকাউন্টারে নিহত ১২ মাওবাদী। মহারাষ্ট্রের গড়চিরোলিতে বড়সড় সাফল্য পেল মাও দমন বাহিনী, সি-৬০ কমান্ডো। ৬ ঘণ্টায় ১২ জন্য মাওবাদীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বুধবার মাও অধ্যুষিত এলাকায় অভিযান চালায় সি-৬০ কমান্ডো। প্রচুর অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই অভিযান চলে মহারাষ্ট্র ও ছত্তিশগড় রাজ্যের সীমানার ভান্ডোলি এলাকায়। মৃতদের মধ্যে রয়েছেন ডিভিসিএম লক্ষ্মণ আত্রম ওরফে বিশাল আত্রম। তিনি টিপাগড় দালামের ইনচার্জ বলে খবর। 

রাজ্য সরকারের তরফে গড়চিরোলি পুলিশের জন্য ৫১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করার কথা জানিয়েছেন উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।

পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় সি-৬০ কমান্ডো'র সঙ্গে গুলির লড়াইয়ে ১২ জন নকশাল নিহত হয়েছে। মাওবাদীদের অন্তত ১৫ জনের একটি দল থাকার খবর পেয়েই ওই অভিযান চালানো হয়। 

মহারাষ্ট্র পুলিশের দাবি, নিহতেরা নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র বাহিনী পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)-র সহযোগী পেরিমিলি এবং টিপাগড় দলমের সক্রিয় সদস্য।

ডেপুটি পুলিশ সুপারের নেতৃত্বে ৭ জনের সি-৬০ বাহিনীর সদস্যরা সেখানে যেতেই ব্যাপক গুলি বিনিময় শুরু হয়। প্রায় ৬ ঘন্টারও বেশি সময় ধরে অভিযান চলে। উদ্ধার হয়েছে ৩টি একে৪৭, ২টি ইনসাস, একটি কার্বাইন এবং একটি এসএলআর সহ সাতটি স্বয়ংচালিত আগ্নেয়াস্ত্র। গড়চিরোলির পুলিশ সুপার নিলোৎপল জানিয়েছে, প্রায় ৬ ঘণ্টার এই গুলির লড়াইয়ে সি-৬০ বাহিনীর একজন সাব-ইন্সপেক্টর এবং একজন জওয়ান আহত হয়েছেন। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক। নাগপুরে নিয়ে এসে তাঁদের চিকিৎসা করা হচ্ছে। সাব ইন্সপেক্টর সতীশ পাটিলের কাঁধে গুলি লেগেছে।