Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

মোহনবাগান রত্ন হচ্ছেন সৌরভ


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:৪৭ পিএম

মোহনবাগান রত্ন হচ্ছেন সৌরভ

 

পুবের কলম, ওয়েবডেস্ক: মোহনবাগান রত্ন পাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ক্লাবের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। আগামি ২৯ জুলাইমোহনবাগান দিবস। ১৯১১ সালের আইএফএ শিল্ডকে স্মরণ করে এই দিনটি বিশেষ ভাবে পালন করে বাবুঘাটের ধারের শতবর্ষ প্রাচীন ক্লাবটি। এই বিশেষ দিনেই মোহনবাগান রত্নসহ বেশ কিছু সম্মান দিয়ে থাকে মোহনবাগান। এবার সেই মোহনবাগান রত্ন পেতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

মোহনবাগানের সঙ্গে তাঁর একটা আত্মিক টান রয়েছে। নিজের ক্রিকেট কেরিয়ার শুরু করার আগে বেশ কিছুদিন মোহনবাগানে ফুটবল খেলেছিলেন সৌরভ। তাছাড়া মোহনবাগানের টেকনিক্যাল কমিটিরও সদস্য সৌরভ। খেলোয়াড় হিসেবে তো বটেই। ক্রীড়া প্রশাসক হিসেবেও তাঁর দক্ষতা স¨েহাতীত, এটা প্রমাণিত হয়েছে বারবার।

এবার মোহনবাগান সেই সৌরভের যথার্থ মূল্যায়ণ করতে চলেছে। সৌরভ ছাড়াও এই বিশেষ দিনে সম্মানিত হবে ক্লাবের অন্যতম সেরা ফুটবলার দিমিত্রি পেত্রাতোস।