Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

যুবকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প ঘোষণা শিণ্ডে সরকারের


আবুল খায়ের   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১১ এএম

যুবকদের জন্য আর্থিক সহায়তা প্রকল্প ঘোষণা শিণ্ডে সরকারের

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ শিয়রে নির্বাচন তার আগে পুরুষদের জন্য নয়া প্রকল্প ঘোষণা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। রাজ্যের মহিলাদের আর্থিক সাহায্যের জন্য লাডলি বেহনা প্রকল্প চালু আছে। এবার পুরুষদের মাসিক আর্থিক সহায়তার লক্ষ্যে 'লাডলা ভাই প্রকল্প' চালু হতে চলেছে। মঙ্গলবার পান্ডারপুরে এই প্রকল্পের কথা জানান মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

এই প্রকল্পের অধীনে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকরা প্রতি মাসে আর্থিক ভাতা পাবেন। দ্বাদশ পাশ ছাত্ররা প্রতিমাসে ৬ হাজার টাকা, স্নাতক পাশরা ১০ হাজার এবং ডিপ্লোমাধারীরা ৮ হাজার টাকা করে ভাতা পাবেন। ছাত্রদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং আর্থিক সমস্যা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একনাথ শিণ্ডে। এই ভাতা পেতে হলে আবেদনকারীকে রাজ্যের কর্মসংস্থানের পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। ইপিএফ, আধার সহ যাবতীয় তথ্য নথিবদ্ধ থাকতে হবে। এবং আবেদনকারীকে অবশ্যই মহারাষ্ট্রের বাসিন্দা হতে হবে।

ইতিমধ্যে লাডলি বেহনা প্রকল্পে ২১ থেকে ৬০ বছর বয়সী অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত মহিলারা মাসিক ১ হাজার ৫০০ টাকা করে আর্থিক সুবিধা পান। এই প্রকল্পে সরকারের তহবিল থেকে খরচ হচ্ছে প্রায় ৪৮ হাজার কোটি টাকা।