Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

হামলা-সংঘর্ষে উত্তাল, কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:১৪ এএম

হামলা-সংঘর্ষে উত্তাল, কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ

ঢাকা, ১৮ জুলাই: কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। বৃহস্পতিবারও দেখা গেল দেশের বিভিন্ন প্রান্তে অশান্তি। এদিন রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার করে। এদিন ১১টার নাগাদ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ।

জানা গিয়েছে, কয়েকশ পড়ুয়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে রাখেন। অবরোধের জেরে মেরুল বাড্ডা এলাকা স্তব্ধ হয়ে যায়। ব্যহত হয় যানবাহনের চলাচল। পড়ুয়া বিক্ষোভে রাস্তায় শত শত যানবাহন আটকে পড়ে। আন্দোলন থেকে নানা স্লোগান দিয়ে থাকেন বিক্ষোভকারীরা।

ব্র্যাকের পড়ুয়াদের অবরোধের এক পর্যায়ে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় প্রথমবার পড়ুয়ারা পিছু হটলেও পরে তারাও পুলিশের দিকে তেড়ে আসে। বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন, এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ফাটায়। বর্তমানে পড়ুয়ারা ব্র্যাক ইউনিভার্সিটির ভেতরে অবস্থান করছেন।

এদিকে রাজধানীর শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় হানিফ ফ্লাইওভারে আটকা পড়ে যানবাহন। বৃহস্পতিবার শনির আখড়া এলাকার দিক থেকে আন্দোলনরত পড়ুয়ারা মিছিল নিয়ে যাত্রাবাড়ীর দিকে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বর্তমানে শনির আখড়ার কাজলা এলাকা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পুরো সড়কজুড়ে অশান্তি ছড়িয়ে পড়ে। এঘটনায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৭ জুলাই) রাতেও শনির আখড়া, কাজলা ও যাত্রাবাড়ী এলাকায় অশান্তি দেখা যায়। রাতে শনির আখড়ার কাজলা এলাকায় অন্তত ২০টি জায়গায় আগুন দেওয়া হয়েছে। এছাড়া সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ও ইট ছড়িয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।