Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

মুহাররমে ঢোল বাজানো ও সঙ্গীত নিয়ে মামলা মাদ্রাজ হাইকোর্টে, আপত্তিকারীদের মৌলবাদী তালিবানি আখ্যা


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৯ এএম

মুহাররমে ঢোল বাজানো ও সঙ্গীত নিয়ে মামলা মাদ্রাজ হাইকোর্টে, আপত্তিকারীদের মৌলবাদী তালিবানি আখ্যা

চেন্নাই, ১৭ জুলাই: মুহাররমের ঢোল বাজানো ও গান গাওয়া মানুষের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। ধর্মীয় শোভাযাত্রায় বাধা দেওয়া সংবিধানের ১৯ (১) বিওডি ধারার উল্লঙ্ঘন। মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথন এই রায় দিলেন। যখন মৌলবাদীরা নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করে তখন রাষ্ট্রের দায়িত্ব মৌলবাদীদের রুখে দেওয়া। মুহাররমের শোভাযাত্রা বের করার দাবিতে হাইকোর্টে আসা আবেদনকারীকে অনুমতি দিল হাইকোর্ট।
আবেদনকারীর আর্জি, একদল মুসলিম তাদের শোভাযাত্রায় ড্রাম পেটানো ও গান বাজানা বন্ধ করার হুমকি দিচ্ছে। পরম্পরা অনুযায়ী তারা তিরুনেলাভেলিতে এই শোভাযাত্রা বের করে আসছে। কিন্তু এ বছর জেলা প্রশাসন এক মুসলিম সংস্থার আবেদনের ভিত্তিতে ড্রাম বাজানো ও সঙ্গীতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।