Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

অসমজুড়ে ফের সিএএ বিরোধী আন্দোলন, পুড়ল বিজ্ঞপ্তির কপি


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:০২ পিএম

অসমজুড়ে ফের সিএএ বিরোধী আন্দোলন, পুড়ল বিজ্ঞপ্তির কপি

বিশেষ প্রতিবেদন:  নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠছে অসম। মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে সিএএ বিরোধী আন্দোলন।

এই আইন সম্পর্কে অসম সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তির প্রতিলিপি পুড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র বিক্ষোভ প্রদর্শন করে সারা অসম স্টুডেন্টস ইউনিয়ন বা আসু। এদিন গুয়াহাটির শহিদন্যাসের কাছে  আন্দোলনে শামিল হন আসু’র সভাপতি উৎপল শর্মা।

 

আসু’র সভাপতি উৎপল শর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অসমিয়া জাতি, ভাষা, শিল্প ও সংস্কৃতি ধ্বংস করা নাগরিকত্ব সংশোধনী আইন কোনও মতেই মেনে নেওয়া হবে না। সরকারের জারি করা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর ভিত্তিবর্ষও মেনে নেওয়া হবে না বলে পুড়িয়ে ফেলা হচ্ছে সরকারের জারি করা বিজ্ঞপ্তির প্রতিলিপি।