Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

বিশ্বের বহু দেশে পবিত্র আশুরার শোক মিছিল


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০০ এএম

বিশ্বের বহু দেশে পবিত্র আশুরার শোক মিছিল

 

 

 

 

 

 নিউ ইয়র্ক, ১৭ জুলাই: মহরম মাসের দশম দিনে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ভাবগম্ভীর পরিবেশে বিশ্বের বহু দেশে পালিত হল পবিত্র আশুরা ইরাক, ইরান, ইয়েমেন, তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, আমেরিকাসহ বিশ্বের বহু দেশে আশুরার শোক মিছিল হয়েছে কারবালার 'শোকাবহ হৃদয় বিদারক ঘটনাবহুল' এই দিনটি বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ ত্যাগ শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হয় পবিত্র আশুরা উপলক্ষ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হযরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) সহ কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্বের মুসলিমরা শোকাবহ আশুরা উপলক্ষে আমেরিকার মুসলমানরা নিউইয়র্ক সিটির ম্যানহাটনে ইমাম হুসাইন দিবস' পালন করে কারবালার শহিদদের প্রতি ভালোবাসা সহমর্মিতা প্রকাশ করেন নিউইয়র্কে বসবাসরত শিয়া মুসলমানরা আশুরা পালনের পাশাপাশি কারবালা ইমাম হুসাইন (.)-এর বিপ্লবী আদর্শ প্রচারের জন্য মহররমের প্রথম রবিবার 'ইমাম হুসাইন দিবস' পালন করেন দিনটি উপলক্ষে নিউইয়র্কের ম্যানহাটনএলাকার সুউচ্চ ভবনগুলোতে ইয়া হোসেন’-লেখা পতাকা ওড়ানো হয় বিভিন্ন দেশের মুসলমানরা ম্যানহাটনের রাস্তায় একত্রিত হয়ে ইমাম হুসাইন দিবসউদযাপন করেন উল্লেখ্য, হিজরি ৬১ সনের এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে নবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) তাঁর পরিবারের সদস্যরা শহিদ হয়েছিলেন সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য তাঁদের আত্মত্যাগ মানবতার ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে মুসলমানদের কাছে এই দিনটি একদিকে যেমন শোকের, তেমনি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়