Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

আসন্ন বাজেট: বিহার-অন্ধ্র পেতে পারে বিশেষ প্যাকেজ-মর্যাদা


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৩ পিএম

আসন্ন বাজেট: বিহার-অন্ধ্র পেতে পারে বিশেষ প্যাকেজ-মর্যাদা

নয়াদিল্লি, ১৭ জুলাই: উন্নয়নের সূচকে পিছিয়ে পড়া প্রায় ছ'টি রাজ্যকে বিশেষ আর্থিক অনুদান সহ বিশেষ রাজ্যের মর্যাদা দিতে পারে কেন্দ্রের এনডিএ সরকার। এমনটাই জানিয়েছে আধিকারিকরা। সূত্রের খবর, ছয়টি রাজ্যের মধ্যে অন্যতম বিহার। এই রাজ্যটিকে উন্নয়নের জন্য আসন্ন বাজেটে বিশেষ অর্থনৈতিক অনুদান পেতে পারে কেন্দ্র। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এই জাতীয় অনুদান পেতে পারে।

এনডিএ সরকারের অন্যতম শরিক জেডিইউ। বিহারের দুর্বল অর্থনৈতিক অবস্থা এবং রাজ্যের একটি বড় অংশ বন্যাপ্রবণ হওয়ার কারণে দীর্ঘদিন বিশেষ মর্যাদার দাবি করে আসছিল। কেন্দ্রে সরকার গড়ার সময়ই বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি করেছিলেন নীতীশ সরকার। আগামী বছরই রাজ্য বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে বিহারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ও মর্যাদা পাওয়ার লক্ষ্যে মরিয়া নীতীশ কুমার। অন্যদিকে, এনডিএ সরকারের আরেক শরিক টিডিপি দলের প্রধান ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু মঙ্গলবার দিল্লি সফরে গিয়েছিলেন। মেগা উন্নয়ন প্রকল্প শেষ করার জন্য তাঁর রাজ্যকে বিশেষ অর্থনৈতিক অনুদান দেওয়ার পক্ষে সওয়াল করেছেন চন্দ্রবাবু নাইডু বলে খবর।

আধিকারিকরা জানিয়েছেন, "নীতি আয়োগ কিছু নিয়ম বেঁধে দিয়েছে, ফলে এখন কোনও রাজ্যের বিশেষ মর্যাদা দেওয়া সম্ভব নয়। কিন্তু কেন্দ্রের এনডিএ সরকার বিহার হোক বা অন্ধ্রপ্রদেশ, সব রাজ্যের উন্নয়নে বদ্ধপরিকর। আসন্ন বাজেটে ৫-৬টি রাজ্যকে বিশেষ আর্থিক অনুদানের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।" এদিকে ইতিমধ্যে বাজেট নিয়ে প্রতিটি রাজ্যের কাছে পরামর্শ চেয়েছে কেন্দ্র। এর অংশ হিসেবে কয়েকটি রাজ্য বিশেষ অর্থনৈতিক সহায়তার জন্য সওয়াল করেছে। এক উচ্চপদস্থ আধিকারিক ইঙ্গিত দিয়েছেন যে জম্মু ও কাশ্মীরে এই বছর বিধানসভা নির্বাচন হওয়ার কথা। ভূস্বর্গ রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য একটি সংহত অর্থনৈতিক প্যাকেজও পেতে পারে জম্মু ও কাশ্মীর।

সরকারি আধিকারিক কথায়, "বিহার ও অন্ধ্রের মতো অন্যান্য রাজ্য, যারা বিশেষ মর্যাদা আকারে বিশেষ অর্থনৈতিক সহায়তার জন্য আবেদন করছে, তারাও সড়ক, শিল্প, বিদ্যুৎ, কর্মসংস্থান এবং কৃষির মতো খাতভিত্তিক উন্নয়নের জন্য শক্তিশালী অর্থনৈতিক অনুদান পেতে পারে।" সরকারি সূত্রে খবর, "বর্তমান নির্দেশিকা অনুসারে বিশেষ মর্যাদার আনুষ্ঠানিক স্বীকৃতি সম্ভব নাও হতে পারে, তবে আসন্ন বাজেটে পাঁচ বা ছয়টি রাজ্যকে উল্লেখযোগ্য অর্থনৈতিক অনুদান দেওয়ার সম্ভাবনা রয়েছে।"