Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

নিখোঁজ থাকার পর বাংলাদেশে মৃতদেহ উদ্ধার সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রী


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:২৮ পিএম

নিখোঁজ থাকার পর বাংলাদেশে মৃতদেহ উদ্ধার সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: রহস্যমৃত্যুর পর বাংলাদেশ থেকে দেহ উদ্ধার হল সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। মৃতের নাম রামচন্দ্র পৌদেল (৮০)। ভারত-বাংলাদেশের পুলিশ-প্রশাসনের উপস্থিতিতে দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। সূত্রের খবর, আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে নিখোঁজ হন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পরিবারের সদস্যরা তাঁকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি। এর পর ৬ জুলাই পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। তার বেশ কয়েকদিন পর বাংলাদেশে দেহ উদ্ধার হল।

জানা গিয়েছে, দীর্ঘদিন সিকিমের মন্ত্রী ছিলেন রামচন্দ্র পৌদেল। পূর্ব সিকিমের ছোট সিংতামের বাসিন্দা তিনি। তিস্তা নদীর বাম তীরের উপজেলার সলেডি স্প্যার বাঁধ-২ এলাকায় পৌদেলের দেহটি দেখা মাত্র স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ দেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। মঙ্গলবার রাতে উত্তরবঙ্গের চ্যাংড়াবান্ধায় পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়।