Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

IAS খেদকরের প্রতিবন্ধী শংসাপত্র নিয়ে প্রশ্ন: আধারের বদলে জমা দিয়েছেন রেশন কার্ড


Kibria Ansary   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৫১ পিএম

IAS খেদকরের প্রতিবন্ধী শংসাপত্র নিয়ে প্রশ্ন: আধারের বদলে জমা দিয়েছেন রেশন কার্ড

মুম্বাই, ১৭ জুলাই: শিক্ষানবিস আইএএস অফিসার পূজা খেদকরকে ঘিরে বিতর্কের মাঝে প্রকাশ্যে এল নয়া ঘটনা। পুনের একটি হাসপাতালের দেওয়া প্রতিবন্ধী শংসাপত্র নিয়ে নতুন করে প্রশ্ন উঠল। আমলার হওয়ার আশায় সিভিল সার্ভিসে জাল ওবিসি ও প্রতিবন্ধী শংসাপত্র দিয়েছিলেন।

সূত্রের খবর, ২০১৮ এবং ২০২১ সালে আহমেদনগর জেলা সিভিল হাসপাতালের জারি করা দুটি শংসাপত্র ইউপিএসসিতে জমা খেদকর। তিনি ২০২২ সালে পুনের আউন্ধ সরকারী হাসপাতাল থেকে প্রতিবন্ধী শংসাপত্রের জন্যও আবেদন করেছিলেন, কিন্তু মেডিকেল পরীক্ষার পর সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়। এদিকে পুনের যশবন্তরাও চবন মেমোরিয়াল হাসপাতাল থেকে ইস্যু করা প্রতিবন্ধী শংসাপত্রের তারিখ ২৪ আগস্ট, ২০২২। সেখানে পুনে জেলার "প্লট নং ৫৩, দেহু আলান্দি রোড, তালাওয়াড়, পিম্পরি চিঞ্চওয়াড়" ঠিকানা উল্লেখ করা হয়েছে। কিন্তু এই স্থানে বাড়ি নেই তার। সেই ঠিকানায় থার্মোভার্টা ইঞ্জিনিয়ারিং কোম্পানি নামে একটি কারখানা রয়েছে। মজার ব্যাপার হল, মিস খেদকারের অডি গাড়িতে যে অবৈধভাবে লাল-নীল বাতি ব্যবহার করা হয়েছিল। সেই অডি গাড়িটি ওই সংস্থার নামে নিবন্ধিত। এছাড়াও, সরকার প্রতিবন্ধী শংসাপত্র পাওয়ার জন্য আধার বাধ্যতামূলক। সেই প্রতিবন্ধী শংসাপত্রের আবেদনে আধার কার্ডের পরিবর্তে রেশন কার্ড জমা করেছেন।

তার প্রতিবন্ধী শংসাপত্রে বলা হয়েছে, "পূর্ববর্তী ক্রুশিয়াল লিগামেন্টে একটি আঘাত - হাঁটুর জয়েন্টকে স্থিতিশীল করতে সহায়তা করে এমন একটি লিগামেন্ট।" খেদকারের শংসাপত্রে প্রতিবন্ধকতার পরিমাণ ৭ শতাংশ হিসাবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গতকালই ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কের জন্ম দেন মহারাষ্ট্রের শিক্ষানবিস আইএএস অফিসার পূজা খেদকর। বিতর্কের পর এবার পূজা খেদকরকে সাসপেন্ড করল লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন (LBSNAA)। মঙ্গলবার এক বিবৃতিতে সাসপেন্ড করার বিষয়টি জানানো হয়েছে। শিক্ষানবিস আইএএস-কে ২৩ জুলাইয়ের মধ্যে এলবিএসএনএএ-তে ফিরে রিপোর্ট করতে বলা হয়েছে। রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, অ্যাকাডেমি আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।

মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্যসচিবের লেখা এক চিঠিতে উল্লেখ্য করা হয়েছে, "আপনি এতদ্বারা মহারাষ্ট্র রাজ্য সরকারের জেলা প্রশিক্ষণ কর্মসূচি থেকে অব্যাহতি পেয়েছেন। আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব, তবে ২৩ জুলাই, ২০২৪ এর পরে নয়, যে কোনও পরিস্থিতিতেই একাডেমিতে যোগদানের নির্দেশ দেওয়া হচ্ছে।" মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্যসচিব নীতিন গাদ্রে তিনি বলেছেন, একাডেমি খেদকরের জেলা প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপের জন্য অবিলম্বে তাকে ফিরিয়ে আনা হয়েছে।

সিভিল সার্ভিসে চাকরি পাওয়ার জন্য প্রতিবন্ধী ও ওবিসি সার্টিফিকেটে কারচুপির অভিযোগে ওঠে পূজা খেদকরের বিরুদ্ধে। তীব্র বির্তকের পরই পুনে থেকে ওয়াশিমে বদলি করা হয় ওই শিক্ষানবিস আইএএস-কে। পৃথক অফিস ও অফিসিয়াল গাড়িকে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ প্রকাশ্যে আসার পর আলোচনায় আসেন ৩৪ বছর বয়সী এই আইএএস। গত রবিবার খেদকরের ব্যবহৃত বিলাসবহুল গাড়িতে লাল বাতি লাগানোর অভিযোগে তার গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ।

এর আগে সংবাদমাধ্যমকে খেদকর বলেছিলেন, তিনি ভুল তথ্য প্রচারের শিকার হয়েছেন। তার দাবি, "ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং আমি প্রচুর মানহানির মুখোমুখি হচ্ছি। আমি সংবাদমাধ্যমকে অনুরোধ করতে চাই, দায়িত্বশীল আচরণ করুন এবং ভুল তথ্য ছড়াবেন না।"