Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

কোটা বিরোধী বিক্ষোভে উত্তপ্ত ওপার বাংলা, দেখে নিন আন্দোলনকারীদের লাইভ আপডেট


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৯:৫৩ এএম

কোটা বিরোধী বিক্ষোভে উত্তপ্ত ওপার বাংলা, দেখে নিন আন্দোলনকারীদের লাইভ আপডেট

পুবের কলম,ওয়েবডেস্ক:  * দীর্ঘ তিন ঘণ্টা অবস্থান বিক্ষোভের পর দুপুর ৩.২০ নাগাদ  যশোর-বেনাপোল মহাসড়ক খালি করে দেন  কোটা বিরোধী আন্দোলনকারীরা। 

 

দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি। নির্দেশ হল ত্যাগের। হল ত্যাগের নোটিশ প্রত্যাহারের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

 

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) । বিকাল সাড়ে চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ। হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সকল শিক্ষা কার্যক্রম ও আবাসিক হলসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত। সন্ধ্যা ৭টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

 

*  চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষ ও ৩ জন নিহতের ঘটনায় খুলশী এবং পাঁচলাইশ থানায় পুলিশের ৪টি মামলা। 

 

রাজধানীর বেড়িবাধ এলাকায় ইউল্যাবের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা।

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্ররাজনীতি মুক্ত ঘোষণা করেছে হল প্রশাসন।

 

 বগুড়ার শেরপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসি রেজাউল করিম রেজা, সাংবাদিকসহ ১০ আন্দোলনকারী আহত। 

 

 

 

* ফরিদপুরের ভাঙ্গায় পুলিশী বাঁধায় কোটা আন্দোলন পণ্ড, ১০ জনকে আটক করেছে পুলিশ।

 

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে বুধবার দেশজুড়ে গায়েবানা জানাজা ও কফিন মিছিলের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করার কথা  ছিল।  যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিছিল সংঘটিত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।