Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

এক ধাক্কায় বাড়ছে ২৭.৫ শতাংশ বেতন, সরকারি কর্মীদের জন্য সুখবর


ইমামা খাতুন   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৩ এএম

এক ধাক্কায় বাড়ছে ২৭.৫ শতাংশ বেতন, সরকারি কর্মীদের জন্য সুখবর

পুবের কলম,ওয়েবডেস্ক:  সুখবর।  বেতন বাড়ছে সরকারি কর্মীদের। জানা গেছে, একধাক্কায় ২৭.৫ শতাংশ বেতন বাড়ছে সরকারি কর্মীদের। পুজোর আগেই বর্ধিত এই বেতন পাবেন চাকরিজীবীরা। এমনটাই ঘোষণা দিল সিদ্দারামাইয়া সরকার।  সপ্তম পে কমিশনের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

সংবাদ মাধ্যম সূত্রে খবর,  সোমবার কর্নাটক সরকারের ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বেতন বৃদ্ধির ঘোষণা করেন। সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় ২৭.৫ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। আগামী ১ অগস্ট থেকেই বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মীরা।  

এদিন মুখ্যমন্ত্রী কার্যালয় ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে নতুন বর্ধিত বেতন ও পেনশনের কথা জানানো হয়েছে। তাতে আরও বলা হয়েছে নতুন বর্ধিত বেতন ও পেনশনে ৩১ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাওয়েন্স এবং ২৭.৫ শতাংশ ফিটমেন্ট যোগ করা হচ্ছে। এতে সরকারি কর্মীদের বেসিক বেতন ও পেনশনে ৫৮.৫ শতাংশ বৃদ্ধি হবে। এর পাশাপাশি হাউস রেন্ট অ্যালাওয়েন্স বা এইচআরএ-ও ৩২ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। এর ফলে যে সকল সরকারি কর্মীদের বেসিক বেতন ছিল ১৭ হাজার টাকা, তা ১ অগস্ট থেকে বেড়ে ২৭ হাজার টাকা হবে। সর্বাধিক বেতনের ক্ষেত্রে যাদের বেতন ১ লক্ষ ৫০ হাজার ৬০০ টাকা ছিল, তাদের বেতন বেড়ে ২ লক্ষ ৪১ হাজার ২০০ টাকা হবে। সরকারি কর্মীদের সর্বনিম্ন পেনশনও ৮৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৩ হাজার ৫০০ টাকা করা হচ্ছে। সর্বাধিক পেনশন ৭৫ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ১ লক্ষ ২০ হাজার ৬০০ টাকা করা হচ্ছে। এই বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রতি বছর অতিরিক্ত ২০ হাজার ২০৮ কোটি টাকা খরচ হবে বলেই জানিয়েছেন সিদ্দারামাইয়া।