Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

বেকারত্ব: ২ হাজার পদে চাকরিপ্রার্থী ২৫ হাজারেরও বেশি, মুম্বইয়ে পদপিষ্টের পরিস্থিতি


Kibria Ansary   প্রকাশিত:  ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৯ পিএম

বেকারত্ব: ২ হাজার পদে চাকরিপ্রার্থী ২৫ হাজারেরও বেশি, মুম্বইয়ে পদপিষ্টের পরিস্থিতি

মুম্বাই, ১৭ জুলাই: বেকারত্বের ভয়ংকর ছবি উঠে এল বিমানবন্দরের লোডার নিয়োগ ঘিরে। লোডার নিয়োগ অভিযানের জেরে মঙ্গলবার মুম্বই বিমানবন্দরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী, ২,২১৬টি শূন্যপদে ২৫ হাজারেরও বেশি আবেদনকারী উপস্থিত হয়েছিলেন। চাকরি প্রার্থীদের  ভিড় সামলাতে এয়ারপোর্ট সার্ভিসের কর্মীদের হিমশিম খেতে হয়েছে।

বিমানবন্দরের লোডারদের বিমানে লাগেজ লোড এবং আনলোড, ব্যাগেজ বেল্ট এবং র্যাম্প ট্র্যাক্টর পরিচালনার কাজ করতে হয়। লাগেজ, কার্গো এবং খাদ্য সরবরাহ পরিচালনা করতে প্রতিটি বিমানের কমপক্ষে পাঁচটি লোডার প্রয়োজন হয়। বিমানবন্দরের লোডারদের বেতন মাসে ২০ হাজার থেকে ২৫ হাজার টাকা। তবে বেশিরভাগই ওভারটাইম কাজ করার ফলে ৩০ হাজার টাকারও বেশি আয় করা যায়। চাকরির জন্য শিক্ষাগত মানদণ্ড মৌলিক, তবে প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে শক্তিশালী হতে হবে। এই পদেই ২,২১৬টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল।

জানা গিয়েছে, মঙ্গলবার আবেদনকারীদের ফর্ম কাউন্টারে জমা দেওয়ার জন্য একে অপরের সাথে ধাক্কাধাক্কি শুরু করেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, আবেদনকারীদের খাবার ও পানি ছাড়া ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে এবং তাদের অনেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন।

প্রসঙ্গত, সম্প্রতি গুজরাটের ভারুচ জেলার আঙ্কলেশ্বরে ৪০টি শূন্যপদের জন্য একটি সংস্থার ইন্টারভিউতে প্রায় ৮০০ জন চাকরি প্রার্থী হাজির হয়েছিলেন। সেখানেও ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। র‍্যাম্পের রেলিং খুলে পড়ায় বেশ কয়েকজন চাকরিপ্রার্থী পড়ে যান, যদিও কেউ আহত হননি।

এদিকে, রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৪ অর্থবর্ষে দেশে ৪.৬৭ কোটি চাকরি হয়েছে। বর্তমানে ৬৪.৩৩ কোটি অস্থায়ী চাকরি রয়েছে, যা ২০২৩ অর্থবর্ষে ৫৯.৬৭ কোটি থেকে বেশি। আরবিআই-এর রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের কর্মসংস্থান ২০২৩ অর্থবর্ষে ৩.২% থেকে ২০২৪ অর্থবর্ষে ৬% বৃদ্ধি পেয়েছে।