Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

IAS পূজা খেদকরের ট্রেনিং স্থগিত, কড়া পদক্ষেপ নিতে সাসপেন্ড করল এলবিএসএনএএ


Kibria Ansary   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:২৮ এএম

IAS পূজা খেদকরের ট্রেনিং স্থগিত, কড়া পদক্ষেপ নিতে সাসপেন্ড করল এলবিএসএনএএ

মুম্বাই, ১৬ জুলাই: ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিতর্কের জন্ম দেন মহারাষ্ট্রের শিক্ষানবিস আইএএস অফিসার পূজা খেদকর। বিতর্কের পর এবার পূজা খেদকরকে সাসপেন্ড করল লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন (LBSNAA)। মঙ্গলবার এক বিবৃতিতে সাসপেন্ড করার বিষয়টি জানানো হয়েছে। শিক্ষানবিস আইএএস-কে ২৩ জুলাইয়ের মধ্যে এলবিএসএনএএ-তে ফিরে রিপোর্ট করতে বলা হয়েছে। রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, অ্যাকাডেমি আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।

মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্যসচিবের লেখা এক চিঠিতে উল্লেখ্য করা হয়েছে, "আপনি এতদ্বারা মহারাষ্ট্র রাজ্য সরকারের জেলা প্রশিক্ষণ কর্মসূচি থেকে অব্যাহতি পেয়েছেন। আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব, তবে ২৩ জুলাই, ২০২৪ এর পরে নয়, যে কোনও পরিস্থিতিতেই একাডেমিতে যোগদানের নির্দেশ দেওয়া হচ্ছে।" মহারাষ্ট্রের অতিরিক্ত মুখ্যসচিব নীতিন গাদ্রে তিনি বলেছেন, একাডেমি খেদকরের জেলা প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপের জন্য অবিলম্বে তাকে ফিরিয়ে আনা হয়েছে।

সিভিল সার্ভিসে চাকরি পাওয়ার জন্য প্রতিবন্ধী ও ওবিসি সার্টিফিকেটে কারচুপির অভিযোগে ওঠে পূজা খেদকরের বিরুদ্ধে। তীব্র বির্তকের পরই পুনে থেকে ওয়াশিমে বদলি করা হয় ওই শিক্ষানবিস আইএএস-কে। পৃথক অফিস ও অফিসিয়াল গাড়িকে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ প্রকাশ্যে আসার পর আলোচনায় আসেন ৩৪ বছর বয়সী এই আইএএস। গত রবিবার খেদকরের ব্যবহৃত বিলাসবহুল গাড়িতে লাল বাতি লাগানোর অভিযোগে তার গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ।

এর আগে সংবাদমাধ্যমকে খেদকর বলেছিলেন, তিনি ভুল তথ্য প্রচারের শিকার হয়েছেন। তার দাবি, "ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং আমি প্রচুর মানহানির মুখোমুখি হচ্ছি। আমি সংবাদমাধ্যমকে অনুরোধ করতে চাই, দায়িত্বশীল আচরণ করুন এবং ভুল তথ্য ছড়াবেন না।"