Mon, September 30, 2024

ই-পেপার দেখুন
logo

জয়নগর থেকে সাইকেলে কেদারনাথের উদ্দেশে পাড়ি যুবকের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৫ পিএম

জয়নগর থেকে সাইকেলে কেদারনাথের উদ্দেশে পাড়ি যুবকের

 

 

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : এবার তাঁর দু বছরের স্বপ্নকে বাস্তবায়ন করতে সাইকেল নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন জয়নগরের এক যুবক।  প্রায় ১৭০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে তিনি কেদারনাথে  পৌঁছে যাবেন।

জয়নগর থানা এলাকার সরবেড়িয়া সাহাপাড়া থেকে তিনি কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়েছেন।প্রায় দু'বছর ধরে তার চিন্তা ভাবনা ছিল তিনি সাইকেল চালিয়েই কেদারনাথে যাবেন। যার জন্য তিনি দু বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন তীর্থ ক্ষেত্রে সাইকেল চালিয়ে তিনি ভ্রমণ করেছেন এই সাহসটি মনে যোগানোর জন্য। তিনি বললেন, জয়নগর থেকে কেদারনাথ যেতে এই ১৭০০ কিলোমিটার পৌঁছাতে তাঁর ১৭ দিন সময় লাগবে বলে। তবে শরীরের কোন সমস্যা না হলে তিনি ঠিক সময়ে পৌঁছে যাবেন।

প্রতিদিন একশো  কিলোমিটার করে সাইকেল চালাবেন। সঙ্গে রেখেছেন বিভিন্ন ধরনের ওষুধ। একসাথে কি রাস্তার ধারে তামু খাটিয়ে থাকবেন এর পাশাপাশি রান্নার সরঞ্জাম হাতে রেখেছেন। তার ৪০ দিনের এই যাত্রা লক্ষ্যমাত্রা রেখেছে।

এর পাশাপাশি তিনি আরও বলেন, শরীর সুস্থ থাকলে এবং পরিবেশ অনুকুল হলে চারধাম যাত্রাও সেরে নেবেন। এই যাত্রায় সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর পরিবার ও বন্ধুরা। এই যাত্রায় তার উদ্দেশ্য নিজের গ্রামকে চেনানোর।

দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থানা এলাকার এই প্রথম কোন ব্যক্তি সাইকেল চালিয়ে কেদারনাথের উদ্দেশ্যে পাড়ি দিলেন।  এই সাইকেল যাত্রা পথে সরকারি সব ধরনের পারমিশনের নিয়ে তিনি যাত্রা শুরু করেছে।

তিনি এও বলেন, তাদের এই জয়নগরের সরবেড়িয়া এই ছোট্ট একটি গ্রাম কে চেনাতে গেলে কলকাতার পরিচয় দিয়ে চেনাতে হয় তাই কোন প্রশাসনিক বা রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, নিজের শহরকে চেনাতেই সাইকেলে প্যাডেল করে দুর্গম পথ পাড়ি দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা দিব্যেন্দুর।

পথে যে সকল মানুষের সঙ্গে দেখা হবে বা যে জায়গাগুলো দিয়ে তিনি যাবেন সেখানকার মানুষদের জয়নগরের তার এই গ্রামের  কথা তুলে ধরে পরিচিত করাবেন এই সাইকেলে কেদারনাথ ভ্রমণকারী।