Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

Breaking:  রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব নিলেন রাজীব কুমার


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪১ এএম

Breaking:  রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব নিলেন রাজীব কুমার

 

পুবের কলম, ওয়েবডেস্ক:  সোমবারই রাজ্য পুলিশের ডিজি পদের দায়িত্ব ফিরে পেয়েছেন রাজীব কুমার। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে উৎসব আবহে সবাইকে সম্প্রীতি বজায় রাখার জন্য নির্দেশ দিলেন রাজ্য পুলিশের শীর্ষকর্তা রাজীব কুমার। বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা।
সোমবার উল্টোরথের পরে বুধবার পালিত হচ্ছে মুহাররম। রথযাত্রা এবং মুহাররম উপলক্ষে রাজ্যবাসীকে অভিন¨ন জানিয়ে ডিজি বলেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। এই কথা মনে রেখে সবাই উৎসব পালন করুন। অন্য কারও অসুবিধে না করে উৎসব পালন করুন। একইসঙ্গে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন নিজের হাতে না তুলে নেওয়ার পরামর্শ দেন রাজীব কুমার। তিনি বলেন, কোথাও কোনও সমস্যা হলে পুলিশকে জানান।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে একাধিক গণপিটুনির ঘটনা ঘটছে। পর্যবেক্ষক মহলের মতে, এই পরিস্থিতির জন্য পুলিশি নিস্ক্রিয়তাই দায়ী। এই প্রসঙ্গে রাজীব কুমার আশ্বস্ত করেন, পুলিশের তরফে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা রয়েছে। কিন্তু কেউ আইন নিজের  হাতে তুলে নিতে চাইলে কঠোর পদক্ষেপ করা হবে। 
এ দিন দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে সুড়ঙ্গের খোঁজ পাওয়া প্রসঙ্গে ডিজি রাজীব কুমার জানান, আমরা বিষয়টি দেখছি। তিনি এই বিষয়ে কোনও রকমের উত্তেজনা ছড়াতে নিষেধ করেন। এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা বলেন, এটা একটা চিটিং মার্কেট। বিষয়টা নিয়ে তদন্ত চলছে। 


বুধবার, দেশজুড়ে পালিত হবে মুহাররম। আরবি ক্যালেন্ডারের মুহাররম মাসের দশ তারিখে তাজিয়া সহযোগে বিশাল শোভাযাত্রা হয় একাধিক  এলাকায়। তাই শহরে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। তবে ছাড় দেওয়া হল অত্যাবশ্যকীয় পণ্যের জন্য।
আশুরার দিনে কলকাতায় বিভিন্ন জায়গায় তাজিয়া সহযোগে শোভাযাত্রা বের হবে। তাই কলকাতা পুলিশের তরফে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া আর কোনও পণ্যবাহী গাড়ি শহরে প্রবেশ বা চলাচল করতে পারবে না। এমনকী, প্রয়োজনে শহরের যেকোনও রাস্তায় তাৎক্ষনিক নির্দেশিকা জারি করে গাড়ি আটক কিংবা অন্য রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে।
পুলিশের নির্দেশিকার আরও উল্লেখ করা হয়েছে, যে গাড়িগুলি কলকাতার একেবারে কাছে চলে আসবে, সেই গাড়িগুলিকে নিবেদিতা সেতু ও বিদ্যাসাগর সেতুর ধারে ট্রাফিক গার্ডে আটকে রাখা হবে। বৃহস্পতিবার ভোর ৫টার পর ফের গাড়িগুলি প্রবেশ করতে পারবে শহরে। তবে ওই গাড়িগুলিতে যদি পচনশীল বা অত্যাবশ্যকীয় পণ্যের হয়, সেক্ষেত্রে ছোট গাড়িতে করে সেই পণ্য প্রবেশ করানো হবে শহরে।
জানা গিয়েছে, আজ সকাল ৯টার দিকে সিবতনাবাদ ইমামবাড়া থেকে মেটিয়াবুরুজে একটি মিছিল হবে অওধ পরিবারের। তাই গার্ডেনরিচ এলাকার রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে। অন্যদিকে পর্তুগীজ চার্চ স্ট্রিট, বড়বাজার এলাকায় শোভাযাত্রা হবে সকাল ৮টায়। ফলে ক্যানিং স্ট্রিট, রবীন্দ্র সরণি, অমহার্স্ট স্ট্রিট, মহাত্মা গান্ধি রোডে সকাল সাড়ে সাতটা থেকেই যান গাড়ি বন্ধ থাকবে।

রাজাবাজার, এপিসি রোড, সামসুল হুদা রোড, আমির আলি অ্যাভিনিউ, পার্ক সার্কাস প্রভৃতি এলাকায় সকালে গাড়ি চলাচল বন্ধ থাকবে। একইসময়ে মহীশূর পরিবারের শোভাযাত্রার জন্য প্রিন্স গোলাম মুহাম্মদ শাহ কবরস্থান এলাকায় গাড়ি চলাচল নিয়ন্ত্রিত হবে।