Fri, September 20, 2024

ই-পেপার দেখুন
logo

কবির বাড়িতে চুরি, 'সরি' লিখে জিনিসপত্র ফেরাল চোর


Shamima Ahasana   প্রকাশিত:  ২০ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০৬ পিএম

কবির বাড়িতে চুরি, 'সরি' লিখে জিনিসপত্র ফেরাল চোর

 

 

 

 

পুবের কলম ওয়েব ডেস্ক: নারায়ন সুরভে মারাঠা সাহিত্যের তারকা। অনাথ হিসেবে ফুটপাতে জন্মে সেখানে বড় হয়ে ক্লাস টু এর পর স্কুল ছেড়েও সাহিত্যের ইতিহাসে উজ্বল নক্ষত্র এই কবি। প্রায়াত সেই কবির বাড়িতেই চুরি করতে ঢুকেছিল চোর। সানন্দে লুঠপাঠ করার পর, পরেরদিন ফের ফিরে আসে চোর। চুরি করতে গিয়ে নজরে আসে কবির ছবি ও স্মৃতিচিহ্ন। অত্যন্ত লজ্জিত হয়ে পরের দিনই একটি দামি টিভি সহ অন্যান্য জিনিসপত্র ফিরিয়ে দিয়ে যায় মর্মাহত চোর। দুঃখপ্রকাশ করে একটি নোটও ছেড়ে আসে। মঙ্গলবার ঘটনাটির কথা জানিয়েছে পুলিশ।

রায়গড় জেলার নেরালে কবির বাড়িতে বর্তমানে থাকেন তাঁর মেয়ে ও জামাই। বাড়িতে তালা বন্ধ করে তারা ১০ দিনের জন্যে গেছিলেন, তখনই ঘটে এই কাণ্ড। এলইডি টিভি থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে তদন্ত করছে পুলিশ।

প্রয়াত কবি তাঁর কবিতায় সমাজের খেটে খাওয়া মানুষের যন্ত্রণা ফুটিয়ে তুলেছিলেন। তার কাব্যগ্রন্থের জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন কবি।