Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

করোনা অতীত, আতঙ্কের নয়া নাম 'চাঁদিপুরা' মারণ ভাইরাসে ৫ দিনে ৬ শিশুর মৃত্যু গুজরাতে


ইমামা খাতুন   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৩ পিএম

করোনা অতীত, আতঙ্কের নয়া নাম 'চাঁদিপুরা'  মারণ ভাইরাসে ৫ দিনে ৬ শিশুর মৃত্যু  গুজরাতে

পুবের কলম,ওয়েবডেস্ক: করোনার পর এবার চাঁদিপুরা। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে গুজরাতে ৫ দিনে মৃত্যু ৬ শিশু। ইতিমধ্যেই রাজ্য জুড়ে জারি 'অ্যালার্ট মোড’। 

রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, প্রথমে ৪ শিশুর চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। কয়েকদিনের মধ্যে আরও দুই শিশুর আক্রান্তের খবর পাওয়া যায়। পরে তাদের মৃত্যুর খবর পাওয়া যায়। 


 

চাঁদিপুরা ভাইরাসের প্রাথমিক লক্ষণ হল জ্বর, ফ্লুর মতো উপসর্গ এছাড়া মস্তিষ্কের প্রদাহ। অল্পের মধ্যেই জ্বর বেড়ে যায়। তার পর শুরু হয় খিঁচুনি, ডায়রিয়া, মস্তিষ্কে প্রদাহ ও বমি।

শিশুদের ক্ষেত্রে এই রোগের লক্ষণ প্রবল জ্বর, বমি, ডায়রিয়া, মাথাব্যথা এবং খিঁচুনি।