Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

মৃত্যুর ভ্রুকূটি ভূস্বর্গে! গত ৩২ মাসে শহিদ ৪৮ সেনা জওয়ান


আবুল খায়ের   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৫৭ পিএম

মৃত্যুর ভ্রুকূটি ভূস্বর্গে! গত ৩২ মাসে শহিদ ৪৮ সেনা জওয়ান

 

 

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ফের রক্তাক্ত ভূস্বর্গ। সোমবার রাতে ভারতীয় সেনার সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলে। তখনই গুরুতর জখম হন এক সেনা আধিকারিক-সহ নিরাপত্তা বাহিনীর চার সদস্য। মঙ্গলবার সকালে সেনা আধিকারিক-সহ তিন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যায়। সঙ্কটজনক আরও এক জওয়ান।

গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার দেহরি গোটা উত্তরবারির দেশা জঙ্গলে তল্লাশি শুরু করে যৌথ বাহিনী। কোণঠাসা হয়ে পড়তেই সেনা জওয়ানদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। তাতেই গুরুতর জখম হন পাঁচ জওয়ান। গোটা ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী জইশ-ই- মহম্মদের শাখা সংগঠন কাশ্মীর টাইগার্স।

তবে দিনকে দিন কাশ্মীর উপত্যকা যেন মৃত্যু উপত্যকা হয়ে উঠছে। এই এলাকায় ৩২ মাসে ৪৮ জন সেনা শহিদ হয়েছেন।

 ১৬ জুলাই, ২০২৪- ডোডায় চার জন সেনা নিহত হন।

৮ জুলাই ২০২৪- কাঠুয়া জেলায় জওয়ানদের গাড়িতে হামলায় ৫ জন সেনা শহিদ হন। গুরুতর আহত হন আরও পাঁচজন।

১১-১২ জুন, ২০২৪-  পরপর দু'বার হামলায় ছয় জন সেনা আহত হয়েছেন।

৯ জুন ২০২৪- রিয়াসিতে তীর্থযাত্রীদের একটি বাসে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। ঘটনাটিতে প্রাণ নয়জন এবং ৩৩ জন আহত হয়েছেন।

৯ মে, ২০২৪- পুঞ্চ জেলায় ভারতীয় বায়ু সেনার একটি গাড়ি-সহ অন্য একটি গাড়িতে তীব্র গুলিবর্ষণ হয়। যার ফলে বায়ু সেনার এক  জওয়ান শহিদ হন এবং পাঁচ জন আহত হয়েছেন।

২১ ডিসেম্বর ২০২৩- সন্ত্রাসবাদী হামলায় চারজন জওয়ান শহিদ হন।

নভেম্বর ২০২৩- দু'জন ক্যাপ্টেন-সহ পাঁচ সেনা জঙ্গি অভিযানে গিয়ে নিহত হন।

এপ্রিল-মে ২০২৩- পর পর দু'মাসে দুটি হামলায় ১০ জন সেনা প্রাণ হারান।     

মে ২০২২- কাটরায় একটি তীর্থযাত্রীদের বাসে চারজন মারা যায়

ডিসেম্বর ২০২১-চার জন সেনা শহিদ হন।

 

মঙ্গলবারের এই ঘটনার পর সরব হয়েছেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধি। শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে কংগ্রেস সাংসদ বলেন, 'উপত্যকার নিরাপত্তায় বারবার গাফিলতি হচ্ছে। এই বিষয়ে সরকারের দায় নেওয়া উচিত। ঘন ঘন জঙ্গি হামলা হচ্ছে উপত্যকায়। এর থেকে বোঝাই যাচ্ছে জম্মু ও কাশ্মীরের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে।