Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

লেজ অপারেশনে সফল এইমস


Shamima Ahasana   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৫৮ এএম

লেজ অপারেশনে সফল এইমস

 

 

 

পুবের কলম ওয়েব ডেস্ক: ১৫ সেন্টিমিটার অর্থাৎ একটি মোবাইল ফোনের সমান লেজ নিয়ে জন্মেছিল এক শিশুপুত্র। ওই শিশুর অভিভাবকেরা তেলাঙ্গানার বিবিনগরের এইমসের শিশু চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন। সেখানেই সম্প্রতি সফলভাবে ৩ মাসের শিশুর দেহ থেকে লেজ বাদ দেন চিকিৎসকরা। অপারেশন সফলও হয়েছে। সেখানকার শিশু চিকিৎসা বিভাগের প্রধান ডা. শশাঙ্ক পান্ডার নেতৃত্বে হয় অপারেশন।

লেজ নিয়ে জন্মেছে এমন শিশু গোটা বিশ্বে হাতে গোনা। আর এর অপারেশনও যথেষ্ট জটিল। গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৪০ জন শিশুর দেহ থেকে সফলভাবে লেজ বাদ দেওয়া সম্ভব হয়েছে। সেই অর্থে বলা যায়, ইতিহাস গড়ল এইমস, বিবিনগর।

শিশুটি তেলেঙ্গানারই বাসিন্দা। লেজের পাশাপাশি তার মেরুদন্ডের গঠনেও সমস্যা ছিল বলে জানান চিকিৎসকরা। ৩ জন চিকিৎসক প্রায় আড়াই ঘন্টা ধরে চালান অপারেশন। শিশুটি এখন সুস্থ।