Sun, September 29, 2024

ই-পেপার দেখুন
logo

প্রবেশিকার মেধা তালিকায় দিতে হবে মেরিট পয়েন্ট,  দাবি আলিয়ার পড়ুয়াদের


Bipasha Chakraborty   প্রকাশিত:  ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৫:৪৯ এএম

প্রবেশিকার মেধা তালিকায় দিতে হবে মেরিট পয়েন্ট,  দাবি আলিয়ার পড়ুয়াদের

পুবের কলম প্রতিবেদক: আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায়  পৃথক মেরিট পয়েন্টের সঙ্গে সেন্ট্রালাইজড মেরিট লিস্ট প্রকাশের দাবিতে এবার আলিয়া বিশ্ববিদ্যালয়, রাজ্যের সংখ্যালঘু দফতর ও  রাজ্যপালের কাছে চিঠি পাঠাল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। সোমবার এই চিঠি সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও  অধ্যাপকদের একাংশের অভিযোগ, মেধা তালিকায় নম্বর সহ বিস্তারিত প্রকাশ করা  হয় না। এতে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি নিয়ে প্রশ্ন ওঠে। মেধা তালিকায় মেরিট পয়েন্ট অথবা নম্বর প্রকাশ করা  হলে ভর্তিতে স্বচ্ছতা থাকে, কিন্তু সেভাবে প্রক্রিয়া করা হচ্ছে  না। এই  বিষয়টি ভর্তি বিভাগকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই এবার রাজ্যের সং'্যালঘু দফতর ও আচার্যকে বিষয়টি জানানো  হয়েছে।

 এদিকে পড়ুয়াদের একাংশের অভিযোগ, ছাত্রছাত্রীদের দাবিদাওয়া জানাতে গেলে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। পড়ুয়াদের আ¨োলনকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না।  দাবি নিয়ে ছাত্ররা আন্দোলন করলেই কখন বহিস্কারের এর ভয়, কখনও জেলের ভয় দেখানো হচ্ছে অভিযোগ।  

আরও অভিযোগ, বর্তমান উপাচার্য বিগত ১ বছরে একটিও উন্নয়নমূলক কাজের জন্য সংশ্লিষ্ট দফতরকে চিঠি লেখেননি। বিশ্ববিদ্যালয়ে পুরো অচলবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি পড়ুয়া  ও অধ্যাপকদের।  

 আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষক বলেন, যাদবপুর সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে মেরিট পয়েন্ট প্রকাশ করা হয়। তাই আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাতে এই বিষয়টি চালু করে তার উদ্যোগ নিতে হবে।