আবাস যোজনা নিয়ে নবান্নকে চিঠি, ১০ দিনের মধ্যে রিপোর্ট চাইল কেন্দ্র

- আপডেট : ২০ নভেম্বর ২০২৩, সোমবার
- / 11
পুবের কলম, ওয়েবডেস্ক: আবাস যোজনা নিয়ে রাজ্যের একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। গত মার্চ মাসেই আবাস যোজনা প্রকল্পের কাজ খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। বেশ কয়েকটি জেলায় এই প্রকল্পের কাজে তাঁরা অসংগতি পেয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে রাজ্যের কাছে ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ চাইল কেন্দ্র। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে নবান্নে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার জবাবি চিঠি পাঠাবে রাজ্য বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, গত ১৫ নভেম্বর নবান্নে চিঠি পাঠায় গ্রামোন্নয়ন মন্ত্রক। কালিম্পং, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় আবাস যোজনার কাজে বেশ কিছু অসংগতির কথা উল্লেখ করা হয়েছে। এবিষয়ে রাজ্যের ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’ কী? তা জানতে চেয়েছে দিল্লি। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সফরের ৮ মাস পর এল এই চিঠি। ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের রিপোর্ট পাঠাতে হবে মন্ত্রকে।