পুবের কলম, ওয়েবডেস্ক: ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া (এসআইও)-র ২০২৫-২৬ বর্ষের জন্য নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হলেন ইমরান হোসেন (হাওড়া) এবং রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নিয়োজিত হয়েছেন আব্দুল ওয়াকিল (মালদা)। ২০৪-২৫ বর্ষের রাজ্য সভাপতি সাইদ মামুনের দায়িত্বের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হলে তাঁর স্থলাভিষিক্ত হবেন সেখ ইমরান হোসেন। উল্লেখ্য যে, সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি দুই বছরের অন্তর অন্তর নির্বাচন প্রক্রিয়া হয়ে থাকে। নির্বাচিত রাজ্য সভাপতি রাজ্য পরামর্শ কমিটির সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে বিভাগীয় রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যদের নিয়োগ করেন। নতুন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যগণ মনোনীত হয়েছেন আসিফ ইকবাল (দক্ষিণ মুর্শিদাবাদ), আলি নাওয়াজ মন্ডল (উত্তর ২৪ পরগণা), মো: মুরসালিম(উত্তর মুর্শিদাবাদ), শফিকুল ইসলাম মন্ডল (নদীয়া), হাফিজ আহমদ আলী (উত্তর মুর্শিদাবাদ), এস.এম মুতাসিম ফাইয়াদ (দক্ষিণ ২৪ পরগনা), আমিরুল ইসলাম (হাওড়া), আজম হোসেন খান (পূর্ব মেদিনীপুর) এবং আব্দুল্লাহ আল মামুন (দক্ষিণ ২৪ পরগনা)।
নবনির্বাচিত রাজ্য সভাপতি সেখ ইমরান হোসেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০১৬-১৮ বর্ষে হাওড়া জেলার সভাপতি দায়িত্ব ছাড়াও বিগত ছয় বছরে রাজ্য ও কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। তিনি বর্তমানে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, নিউ দিল্লি থেকে মানব সম্পদ উন্নয়ন বিষয়ে পড়াশোনা করছেন। রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল ওয়াকিল গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন ও বিএড করেছেন। তিনি পূর্বে এসআইও মালদা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন এবং ২০২১-২২ সেশনে রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। চলতি সেশনে তিনি রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জামাআতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি ডাঃ মশিহুর রহমান নবনির্বাচিত রাজ্য সভাপতি ও টিমকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন।