মুম্বাই, ১৩ মার্চ: ইদ সামনে রেখে প্রতিবছরই দর্শকদের জন্য চমক নিয়ে আসেন ভাইজান সলমান খান। তবে এবছর দর্শকদের জন্য কোনও চমক বা উপহার কিছুই নেই ভাইজানের ঝুলিতে। আগামী বছর ইদের জন্য নতুন সিনেমার ঘোষণা দিলেন ভাইজান। গজনী খ্যাত এআর মুরুগাদোসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সলমান খান। সেই ছবির নাম এখনও ঠিক হয়নি৷ যদিও সামনের বছর ঈদে ছবিটি মুক্তির সময় ঠিক করা হয়েছে৷ মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে ভক্তদের এই সুখবর শুনিয়েছেন সলমন।
এক্স পোস্টে, সালমান তার নিজের ছবির সাথে এ আর মুরুগাদোস এবং সাজিদ নাদিয়াদওয়ালার ছবি কোলাজ করে শেয়ার করেছেন। ভাইজান লিখেছেন, “অসাধারণ প্রতিভাবান পরিচালক এ আর মুরুগাদোস এবং আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সাথে একটি খুব উত্তেজনাপূর্ণ সিনেমা নির্মাণের কাজে যোগ দিতে পেরে আনন্দিত! এটা আমার জন্য স্পেশাল এবং আমি আপনাদের ভালবাসা এবং আশীর্বাদে এই যাত্রা শুরুর অপেক্ষা করছি। ঈদ ২০২৫ মুক্তি পেতে চলেছে।”
Glad to join forces with the exceptionally talented, @ARMurugadoss and my friend, #SajidNadiadwala for a very exciting film !! This collaboration is special, and I look forward to this journey with your love and blessings. Releasing EID 2025.@NGEMovies @WardaNadiadwala pic.twitter.com/dv00nbEBU1
— Salman Khan (@BeingSalmanKhan) March 12, 2024
ভারত, পর্তুগাল এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে অ্যাকশন থ্রিলার ছবিটির শুটিং হবে। ছবিটির নির্মাণে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে। যা সাজিদ নাদিয়াদওয়ালার সবচেয়ে ক্যারিয়ারে অন্যতম ব্যয়বহুল সিনেমা হবে। খুব দ্রুত শুটিং শুরু করবেন সালমান।